নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামে পানিতে ডুবে তিন শিশু ও রামগতি উপজেলায় আরো এক শিশুসহ ৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।পানিতে ডুুুবে নিহত শিশুরা হল, সদর উপজেলার মহাদেবপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে বায়েজিদ (৭), ফিরোজ আলমের ছেলে মো. আলী (৬) ও জাহাঙ্গীরের ছেলে ইয়ামিন (৭)। আলী ও ইয়ামিন সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।
অন্যদিকে রামগতি উপজেলার কলাকোপা গ্রামের জাহাঙ্গির হোসেনের ছেলে ইয়াসমিন।
স্থানীয়রা জানায়, সদর উপজেলা দালাবাজার এলাকায় বাড়ির একটি পুকুর বালু দিয়ে ভরাট করা হচ্ছে। ওই পুকুর পাড়ের বালুর স্তুপে খেলতে গিয়ে তিন শিশু পানিতে ডুবে মারা যায়। অন্যদিকে রায়পুরের হায়দারগঞ্জে যাওয়ার পথে দুপুর ১২টার দিকে বাসাবাড়ি সড়কের ছয়বাড়িয়া নামক এলাকায় পৌঁছলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর আঁচড়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ইব্রাহীম চর আবাবিল গ্রামের মোহাম্মদ মুকবুল হোসাইনের ছেলে ও একই উপজেলার দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের বায়তুন নূর জামে মসজিদের খতিব।
0Share