লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলাবাসী ৩ দিন পর বুধবার ঢাকা থেকে প্রকাশিত সব ধরনের জাতীয় দৈনিক পত্রিকা পড়ার সুযোগ পেল। জেলা সংবাদপত্র পরিবেশকরা জানান, গত রোব- মঙ্গলবার ৩ দিন ১৮ দলীয় জোটের হরতাল চলাকালে বিএনপি জামাত কর্মীরা জেলার ৫ পরিবেশকের পত্রিকা জেলার রামগঞ্জ থেকে লক্ষ্মীপুর আসার পথে রোব ও সোমবারের পত্রিকা লুট করে নিয়ে অগ্নিসংযোগ করে। এ ছাড়া মঙ্গলবার পত্রিকা গাড়ী হামলা ও ভাংচুর করে চালকে ঢাকার দিকে চলে যাওয়ার নির্দেশ দিলে চালক লক্ষ্মীপুর প্রায় ১৫ হাজার পত্রিকা নিয়ে ঢাকায় চলে যায়। ফলে বুধবার হরতাল না থাকায় পাঠকরা পত্রিকা হাতে পেয়েছে। সংবাদপত্র বাহী গাড়ী হরতালের আওতামুক্ত থাকলেও লক্ষ্মীপুর বিএনপি ও জামায়াতের দায়িত্বশীল ভূমিকা না থাকায় ও পুলিশের সহযোগীতা না পাওয়া পত্রিকার গাড়ী উপর হামলা করে হরতাল সমর্থকরা। এ ব্যাপারে লক্ষ্মীপুর শহরের গোলাম রহমান পত্রিকার পরিবেশক মো: রাকিব হোসেন জানান, হরতাল সমর্থকরা গত ৩ দিনে লক্ষ্মীপুরে পত্রিকা আসতে দেয়নি ফলে আমরা প্রায় ৫০ হাজার টাকা লোকসান গুণতে হবে। লক্ষ্মীপুর শহরের পত্রিকা হকার মো: আরিফ হোসেন জানান, গত ৩ দিনে পত্রিকা বিক্রি করতে না পারায় সংসারে চালাতে পারিনি অর্থের সংকটে। আমরা গরীব বলে এ দেশে কি? আমাদের কোন মূল্য নেই। হরতাল হবে অবরোধ কিন্তু পত্রিকার উপর আঘাত আসবে কেন। লক্ষ্মীপুর শহরের সমসেরাবাদ এলাকার সাবেক স্কুল শিক্ষক আবদুর রহমান জানান, আমি গত ৩ দিন পর পত্রিকা হাতে পেয়েছি। পত্রিকাগাড়ী কিংবা সাংবাদিকের উপর হামলা এটা কখনো কাম্য নয়। এ ব্যাপারে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের দায়িত্বশীল ভূমিকা থাকা জরুরী।
0Share