খাগড়াছড়ির অন্যতম পর্যটন কেন্দ্র মাটিরাঙ্গা উপজেলার রিসাং ঝর্ণার পানিতে ডুবে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন খাগড়াছড়ি জেলা সদরের রুইখই চৌধুরী পাড়ার প্রিতম দেবনাথ (২৩) এবং লক্ষীপুরের বাসিন্দা তপু চন্দ্র দাশ (২২)। তপু চন্দ্র দাশ খাগড়াছড়িতে তার খালাত ভাইয়ের বাড়িতে বেড়াতে এসেছিলো।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় ঘটনা ঘটলেও রিছাং ঝর্ণার উপরের কূপে ঘটায় সংবাদ দেরিতে পৌঁছে। পুলিশ খবর পেয়ে শেষ বিকেলে মরদেহ দুটি উদ্ধার করেছে। তবে এখনো লাশগুলো মাটিরাঙ্গা থানায় এসে পৌঁছেনি।
অপু লক্ষ্মীপুর পৌরসভার মৃত গণেষ চন্দ্র দাসের ছেলে ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একাউন্টিং বিভাগের শিক্ষার্থী। সে ২০১৭ সালে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছে। অপু’রা দুই ভাই এক বোন বলে জানা যায়। অন্যজনের পরিচয় জানা যায় নি।
জানা যায়, গত ২৮ডিসেম্বর অপু তার বন্ধুদের সাথে বান্দরবন ঘুরতে যায়। সেখান থেকে আজ তারা খাগড়াছড়ির রিসাং ঝর্নায় ঘুরতে যায়। ঝর্ণার উপরে উঠলে পা পিছলে পড়ে গিয়ে ঘটনাস্থালেই দুজনের মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চত করেছে তাদের সফর সঙ্গী অন্য বন্ধু তন্ময় রায়, হৃদয় ও রুদ্র।
এদিকে মাটিরাঙ্গা থানার ওসি মোহাম্মদ আলী লক্ষ্মীপুরটোয়েন্টিফোরকে জানান, দুপুরে দুই বন্ধু মোটরসাইকেলযোগে ঝর্ণায় ঘুরতে আসে। তারা পাহাড় বেয়ে ঝর্ণার উপরের অংশে উঠে। এসময় পা পিছলে দুজন কুপে পড়ে যায়। সাঁতার না জানায় কেউ উঠতে পারেনি।
0Share