লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কের পাশের সবজি গাছে পানি দেওয়ার সময় পিকআপ ভ্যান গায়ে দুই শিশু ও বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার চরচামিতা গ্রামে লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কের সর্দার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। চন্দগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) কাউছার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতারা হলেন সর্দার বাড়ির মৃত বাবুল হোসেনের স্ত্রী রাহেলা বেগম (৫০), তার মেয়ে জান্নাত (১১) এবং নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলেয়াপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মাছুম। কিছুদিন আগে তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে সড়কের পাশে খাল পাড়ে রোপণ করা সবজি গাছে রাহেলা পানি দিচ্ছিলো। আসার সময় মেয়ে জান্নাত তার সাথে আসে৷ তাদের দেখে মাছুমও আসে। ঘটনার সময় লক্ষ্মীপুরগামী পিকআপটি (নোয়াখালী শ ১১-০১৭১) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে রাহেলাসহ শিশুদের গায়ের ওপর পড়ে। এতে তারা গুরুতর আহত। তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে রাহেলা মারা যায়। হাসপাতালে পৌঁছলে চিকিৎসকরা আহত দুই শিশুকেও মৃত ঘোষণা করেন।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) কাউছার আহমেদ বলেন, পিকআপ উল্টে গায়ে পড়ে দুই শিশুসহ তিনজন মারা গেছেন। ঘটনার পরপরই চালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। দুর্ঘটনা কবলিত পিকআপটি উদ্ধার করে পুলিশী হেফাজতে নেওয়া হচ্ছে।
0Share