জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দেয়ার পর লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচরে রহমত খালী খাল থেকে রাশেদ হোসেন (১২) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে চাঁদপুর ফায়ার সার্ভিসের ডুবুরি টিম। বুধবার বিকেলে একই ইউনিয়নের কালীচর এলাকার রহমতখালী খাল থেকে প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে শিশুটির মরদে উদ্ধার করে চাঁদপুর থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি নুরুল ইসলাম। নিহত রাশেদ হোসেন কালীরচর গ্রামের জহিরের ছেলে। এর আগে বন্ধুদের সাথে খালে গোসল করতে গিয়ে ডুবে যায় রাশেদ।
স্থানীয়রা ও সহপাঠিরা জানায় সকাল সাড়ে এগারোটার দিকে তার বন্ধু আসিফ, আলাউদ্দিনকে সাথে নিয়ে বাড়ির পাশের রহমতখালী খালে গোসল করতে যায়। সেখানে তিন বন্ধু খালের পাড় থেকে লাফ দিয়ে পানিতে ডুব দেয়। এসময় দুই বন্ধু উঠলেও রাশেদ আর উঠতে পারেনি।
ঘটনার একপর্যায়ে স্থানীয়রা রাশেদ খুজে না পেয়ে ৯৯৯ এ ফোন দিলে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের একটি টিম এসে খোঁজাখুজি করে। তার ব্যর্থ হলে চাঁদপুর ফায়ার সার্ভিসের ডুবুরি টিম খবর দিলে বিকেল ৫টার দিকে ডুবুরি নুরুল ইসলামসহ একটি টিম ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে।
ফায়ার সার্ভিসের অফিসার সিদ্দিকুর রহমান বলেন ২টা ৪০ মিনিটে তারা চাঁদপুর থেকে রওনা করে ৫টারয় এসে পৌঁছে। পরবর্তীতে ডুবুরি কাজ শুরু করার ৪০ মিনিটে ডুবুরি নুরুল ইসলাম ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়। এদিকে শিশু রাশেদকে হারিয়ে এলাকায় স্বজনদের শোকের মাতম সৃষ্টি হয়।
0Share