লক্ষ্মীপুর জেলা কারাগারে মাদক মামলায় ১১ দিন কারাভোগের পর মো. শাহেদ হোসেন (৩০)নামে এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি জেলার রায়পুর থানায় দায়ের কৃত একটি মাদক মামলার আসামী হিসেবে কারাগারে বন্দি ছিলেন। এর আগে রায়পুর থানা পুলিশ গত ৭ই মার্চ তাকে ইয়াবা মামলায় গ্রেফতার দেখিয়ে জেলা কারাগারে প্রেরণ করে।
নিহত শাহেদ সদর উপজেলার দালালবাজার করইতলা গ্রামের আবদুল হক ব্যাপারী বাড়ির আবুল কাসেমের ছেলে। তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক। তার স্ত্রী এবং ৬ বছর বয়সী মেয়ে সায়মা আক্তার ও জাহিদ নামে ৫ মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
সেলফোনে বুধবার সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা কারাগার সুপার রফিকুল কাদের ও জেলার সাখাওয়াত হোসেন বলেন, সকাল সোয়া ১০ টার দিকে শাহেদ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এ সময় তাকে দ্রত সদর হাসপাতালে প্রেরণ করা হয়। পরে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। সুরতহাল ও ময়না তদন্ত শেষে সন্ধ্যায় স্বজনদের কাছে লাশ বুঝিয়ে দেয়া হয়।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. আনোয়ার হোসেন বলেন, সকালে কারারক্ষীরা তাকে হাসপাতালে নিয়ে আসে। আমরা পরীক্ষা করে তাকে মৃত অবস্থায় পাই। সুরতহাল শেষে বিকেলে লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়। একই সঙ্গে তার ভিসেরা সংগ্রহ করা হয়েছে।
0Share