রামগতি: রামগতিতে ট্রাক্টর ট্রলির নিচে চাপা পড়ে হাজী এ গফুর উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর মো. রাকিব (১২) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে নিহত হয়। সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রব রোড এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয় সে। রাকিব চরপোড়াগাছা এলাকার হুমায়ুন কবিরের ছেলে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে রাকিব ও তার সহপাঠী মো. আলম (১৩) বাইসাইকেলযোগে বিদ্যালয়ে যাওয়ার পথে রবরোড এলাকায় বিপরীতগামী একটি ট্রাক্টর ট্রলির নিচে চাপা পড়ে। এতে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় রাকিবের মৃত্যু হয়।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
0Share