কমলনগর প্রতিনিধি: কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্যান কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (এসএসিএমও) ডাক্তার গোপাল মজুমদারকে বদলী করার প্রতিবাদে গণস্বাক্ষর, বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি করুনানগর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একটি সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।
গত সোমবার সন্ধ্যায় উপজেলার করুনানগর বাজারে ওই প্রতিবাদ কর্মসূচী পালন করা হয়েছে। এর আগে জেলা সিভিল সার্জন মোহাম্মদ গোলাম ফারুক ভূঁইয়া ও কমলনগর উপজেলা চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ শামসুল আলম কে ওই বদলী প্রত্যাহার চেয়ে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (এসএসিএমও) ডাক্তার গোপাল মজুমদার হাজিরহাট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্যান কেন্দ্রের একজন ভালো ডাক্তার হিসেবে এলাকার জনগনের মধ্যে ব্যাপক আস্থা অর্জন করে এবং নিয়মিত অফিস টাইম অনুযায়ী বন্ধদিনব্যতিত প্রত্যাহ সেবাদানে নিজেকে নিয়োজিত রেখেছেন বলে স্থানীয় সূত্রে জানা যায়।
কিন্তু স্থানীয় কিছু স্বার্থেনেশী মহলের ষড়যন্ত্রে ও চক্রান্তের কারণে মোটা অংকের বিনিময়ে কিছু অসাধু কর্মকর্তার সহয়োগিতায় ওই ডাক্তারকে বদলী করানো হয়েছে বলে একাধিক স্থানীয় জনগনের বক্তবে জানাযায়।
জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানাযায়, এসএসিএমও ডাক্তার গোপাল মজুমদার কে তার কর্মস্থল হাজিরহাট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্যান কেন্দ্রে থেকে স্থানান্তরিত (বদলী) করে রামগতি উপজেলার চর আলেকজান্ডার স্বাস্থ্য ও পরিবার পরিকল্যাণ কেন্দ্রে পাঠানো হয়েছে।
আবার রামগতি উপজেলার চর আলেকজান্ডার স্বাস্থ্য ও পরিবার পরিকল্যাণ কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (এসএসিএমও) ডাক্তার মোহাম্মদ মোশারেফ হোসেনকে তার কর্মস্থল থেকে স্থানান্তর(বদলী) করে হাজিরহাট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্যান কেন্দ্রে পাঠানো হয়।
এ বিষয়ে ডাক্তার এসএসিএমও ডাক্তার গোপাল মজুমদার এর সাথে আলাপকালে তিনি বলেন, প্রথমত: আমার হাতে এখনো কোন লিখিত চিঠি আসেনি, দ্বিতীয়ত: সরকারী চাকুরী যখন করি তখন বদলী হবেই এটাই স্বাভাবিক। ভক্ত রোগীরা আমাকে স্ব-জায়গায় রাখার জন্য মিছিল করেছে এটা রোগীদের ব্যাপার।
কমলনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্যাণ কর্মকর্তা (টিএসও) মোহাম্মদ নিজাম উদ্দিন এর সাথে আলাপ কালে তিনি জানান, এ বদলী বিষয়ে আমি কিছুই জানি না। তবে আমার কাছে জেলা অফিস থেকে একটি চিঠি এসেছে। চিঠি অনুকুলে আমি বিধিমতে বিবেচনা করত: ব্যবস্থা নেব।
জেলা সিভিল সার্জন অফিস সূত্রে আরো জানা যায়, বিদায়ী সিভিল সার্জন মোহাম্মদ আবদুল্ল্যাহ গত ২২/০৬/২০১৪ইং তারিখের ৪২৮৭/৭ নং স্বারকমূলে ওই বদলীর আদেশে স্বাক্ষর করেন।



0Share