নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের টুমচর পিয়ারাপুল এলাকার ওয়াবদার খাল থেকে অজ্ঞাত (৩০) এক নারীর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুর ১২ টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। স্থানীয়রা জানায়, খালে লাশ ভাসতে দেখে এলাকার লোকজন থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। লক্ষ্মীপুর সদর থানার উপ পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।



0Share