সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরের ২টি উপজেলার ৫৮টি অবৈধ ইটভাটা বন্ধের আদেশ দিয়েছে হাইকোর্ট

লক্ষ্মীপুরের ২টি উপজেলার ৫৮টি অবৈধ ইটভাটা বন্ধের আদেশ দিয়েছে হাইকোর্ট

লক্ষ্মীপুরের ২টি উপজেলার ৫৮টি অবৈধ ইটভাটা বন্ধের আদেশ দিয়েছে হাইকোর্ট প্রতীকি ছবি

নিজস্ব প্রতিনিধি | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর
লক্ষ্মীপুরের উপকূলীয় উপজেলা রামগতি এবং কমলনগরের ৫৮টি অবৈধ ইটভাটা বন্ধের আদেশ দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার ( ৪ মার্চ) বিচারপতি ফাহমিদ কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট সালাহ উদ্দিন দোলন।

২০২৪ সালে লক্ষ্মীপুরের উপকূলীয় দুটি উপজেলা রামগতি ও কমলনগরের সকল অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধের আদেশ চেয়ে রিটটি করেন আইনজীবি সালাহ উদ্দিন দোলন। ওই রিটে রামগতি উপজেলার ৪৮টি এবং কমলনগর উপজেলার ১০টি অবৈধ ইটভাটা বন্ধের আদেশ চাওয়া হয়।

এদিকে লক্ষ্মীপুর জেলা পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, রামগতি ও কমলনগর মোট ইটভাটা রয়েছে ৬২টি যার ৫৯টি ইটভাটা অবৈধ। যেগুলোর মধ্যে রামগতি উপজেলায় ৪৬টি এবং কমলনগর উপজেলায় ১৩টি ।

লক্ষ্মীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন রশিদ পাঠান জানান, এ সকল ইটভাটা বন্ধের জন্য গত ৩১ ডিসেম্বর তারিখে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের চিঠি দেয়া হয়েছে।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি সারা দেশে সব অবৈধ ইট ভাটা আগামী চার সপ্তাহের মধ্যে গুঁড়িয়ে দিতে বিভাগীয় কমিশনার ও ডিসিদের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। একইসঙ্গে অবৈধ ইটভাটা ও ইটভাটার জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তার ব্যাখ্যা দিতে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক এবং সিলেট, রাজশাহী, বরিশাল, রংপুর ও ময়মনসিংহের বিভাগীয় কমিশনারকে তলব করেছেন হাইকোর্ট। ১৭ মার্চ তাদের সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল।

জলবায়ু আরও সংবাদ

ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ১৪টি ভাঙন, লোকালয়ে ঢুকছে পানি

কমলনগরে ৭৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদে নেমেছে প্রশাসন; ৪টিতে স্থগিতাদেশ

লক্ষ্মীপুরের ২টি উপজেলার ৫৮টি অবৈধ ইটভাটা বন্ধের আদেশ দিয়েছে হাইকোর্ট

‘‘সবুজ বাংলাদেশ’’ এর আয়োজনে জলবায়ু পরিবর্তনে তরুণ সক্ষমতা বিষয়ক প্রশিক্ষণ

তীব্র শীতেও কম্বল পায়নি দুস্থরা, রামগতি উপকূলে বাড়ছে দুর্ভোগ !

১৯৭০ থেকে ৫৪ বছরের ঝড়ে উপকূলে অন্তত ১২ লাখ মানুষ প্রাণ হারায়

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2025
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com