লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদী থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মৃত দেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
শনিবার (১৫ জুন) সকাল ৭টার দিকে উপজেলার আলেকজান্ডার আদালত এলাকার মেঘনা নদীর পাড় থেকে এক নারীর অর্ধগলিত এ লাশ উদ্ধার করে। এরআগে নদীতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা ৯৯৯ ফোন দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করে নৌ-পুলিশ।
এ বিষয়ে বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক ফেরদৌস আহম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, মেঘনা নদীতে ভাসমান লাশ দেখে স্থানীয়রা ৯৯৯ এ খবর দিলে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশের আনুমানিক বয়স ৩০, গায়ে কালো বোরকা পরিহিত ছিল, গায়ে কোন আঘাতে চিহ্ন নেই। লাশটি মায়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
মিসু সাহা নিক্কন/news editor-06-24
15Share