লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনার তীরবর্তী চৌধুরীর হাট বেড়ীবাঁধ সংলগ্ন এলাকায় কোস্টগার্ডের অভিযানে সাড়ে তিন লক্ষ চিংড়ী রেণু পোনা জব্দ করা হয়েছে।
রবিবার (১২ মার্চ) সকালে চিংড়ী রেণু পোনাগুলো প্রকাশ্যে মেঘনা নদীতে অবমুক্ত করা হয় এবং পোনার পাত্রগুলোকে ধ্বংস করা হয়েছে ।
এসময় মেরিন ফিশারী অফিসার রুহুল কবির ও কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার এম এ মুজতবা উপস্থিত ছিলেন।
এরআগে শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চৌধুরীর হাট বেড়ীবাঁধ সংলগ্ন এলাকায় পরিত্যক্ত অবস্থায় ২১ ড্রাম রেণু পোনা উদ্ধার করা হয়।
রামগতি কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার এম এ মুজতবা (পি.ও.) বলেন, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই পোনাগুলো জব্দ করি। পরবর্তীতে মৎস্য দপ্তরের সহযোগীতায় প্রায় সাড়ে তিন লক্ষ চিংড়ী রেণু পোনাগুলো মেঘনা নদীতে অবমুক্ত করা হয়েছে।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: জসিম উদ্দিন বলেন, বিধি ৮ এর ১ (ক) মোতাবেক উপকূলীয় অঞ্চলে চিংড়ি মাছের পোনা ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। তিনি আরো বলেন, মার্চ-এপ্রিল দুই মাস নদীতে সকল প্রকার মাছ ধরা বন্ধ তাই সকলকে এই বিষয়ে আরো সচেতন হতে হবে।
মিসু সাহা নিক্কন/বার্তা/23
16Share