মিসু সাহা নিক্কন, রামগতি: রামগতি উপজেলার মেঘনার তীরবর্তী এলাকা আবদুল্ল্যার চর ডাউনে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোষ্টগার্ড । পরে জব্দকৃত জাল রামগতি ঘাটে এনে ধ্বংস করা হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ২টা পর্যন্ত কোষ্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার মো: জবল হকের নেতৃত্বে ও তার সঙ্গীয় ফোর্সের সহযোগীতায় অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে।
রামগতি কোষ্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার মো: জবল হক (পি.ও) সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা মেঘনা নদীতে অভিযান চালিয়ে মেঘনার বুক থেকে ওই কারেন্ট জালগুলো জব্দ করেছি এবং পরে ওই জালে আগুন দিয়ে তা ধ্বংস করা হয়েছে।
0Share