উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর আটটি আড়তে অভিযান
লক্ষ্মীপুরের রামগতি উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর আটটি আড়তে অভিযান চালিয়ে এক লক্ষ চিংড়ি রেণু জব্দ করেন।
রবিবার (৭ মে) বিকেলে উপজেলার চরগাজী ইউনিয়নের বয়ারচর, জয়নাল তেমুহনী, পাটোয়ারী ব্রিজ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তুনু চৌধুরী। এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন, পুলিশ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন।
এসময় আটটি আড়ৎ থেকে ২২০টি প্লাস্টিকের কন্টিনারে ভর্তি প্রায় এক লক্ষ পিস গলদা চিংড়ি পোনা, ৬০টি চাড়ি (পোনা রাখার পাত্র) জব্দ করা হয়।
এদিকে বিকেলে দুটি বেহুন্দি জালসহ ১৪জন জেলেকে নদী থেকে আটক করে কোস্টগার্ড। পরবর্তীতে প্রত্যেক জেলের ৩ হাজার টাকা করে জরিমান আদায় করে ভ্রাম্যমাণ আদালত।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শান্তুনু চৌধুরী এ রায় দেন। পরে, উপজেলার চর আলেকজান্ডার ইউনিয়নের মুন্সিরহাট এলাকায় অবৈধ ‘রাক্ষুসী বেহুন্দী’ জালগুলোতে আগুন লাগিয়ে প্রকাশ্যে ধ্বংস করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, তিনটি এলাকায় অভিযান চালিয়ে ২২০টি প্লাস্টিকের কন্টিনার ও পোনা রাখার ৬০টি পাত্র ধ্বংস করা হয় এবং প্রায় এক লক্ষ পিস চিংড়ি পোনা স্থানীয়দের উপস্থিতিতে মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তুনু চৌধুরী বলেন, মেঘনা নদী ও সংযোগ খাল থেকে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে গলদা চিংড়ির রেণু পোনা শিকার করার সংবাদটি নজরে এসেছে। এরআগেও আমরা বেশ কযেকটি অভিযান চালিয়েছি।নদীর হাজারো প্রজাতির মাছ ও জলজ প্রাণী রক্ষায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
মিসু সাহা নিক্কন/বার্তা/05/23
29Share