সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
কমলনগরে ইটভাটা শ্রমিক পরিবার অবরুদ্ধ; বাড়ির তিন দিকে গভীর খাল কাটলেন এক শিক্ষক !

কমলনগরে ইটভাটা শ্রমিক পরিবার অবরুদ্ধ; বাড়ির তিন দিকে গভীর খাল কাটলেন এক শিক্ষক !

610
Share

কমলনগরে ইটভাটা শ্রমিক পরিবার অবরুদ্ধ; বাড়ির তিন দিকে গভীর খাল কাটলেন এক শিক্ষক !

এক শ্রমিক পরিবারের বাড়ির তিন দিকে গভীর খাল তৈরি করে তাদের চলাচলের পথ অবরুদ্ধ করার অভিযোগ ওঠেছে প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এতে বাড়ি থেকে বের হওয়ার পথ বন্ধ হয়ে যাওয়ায় ভুক্তভোগী বাড়ির মালিক ইউছুফ পরিবার পরিজন নিয়ে দুর্ভোগে পড়েছেন।
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ৪ নং ওর্য়াডের তোরাবগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ইউছুফ তোরাবগঞ্জ গ্রামের আনোয়ারুল হকের ছেলে এবং পেশায় ইটভাটার শ্রমিক। অন্যদিকে অভিযুক্ত মো: রফিক একই গ্রামের বাসিন্দা এবং সদর উপজেলার কুশাখালি ইউনিয়নের ঝাউডগি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

বুধবার (২৭ জানুয়ারি) সরেজমিনে গিয়ে একটি বাড়ির তিনদিকে নতুন মাটি কেটে খালের ন্যায় গভীর নালা তৈরি হতে দেখা গেছে। গভীর নালার নিচে পানি জমা রয়েছে। নালা তৈরির ফলে পিছনের একটি বাড়ির বাসিন্দাদের চলাচলের পথ প্রায় বন্ধ হয়ে গেছে। বাসিন্দারা বাড়ি থেকে ঠিক মতো বের হতে পারছে না।

নালা তৈরির ফলে উল্টো ওই বাড়ির আড়া বেড়া ওই নালায় ভেঙ্গে পড়া এবং বর্ষা মৌসুমে নালার পানিতে পড়ে শিশুদের জীবনহানির শংকার কথা সাংবাদিকদের জানিয়েছেন বাড়ির মালিক ইউছুপের স্ত্রী মুরশিদা বেগম।

স্থানীয়ভাবে জানা যায়, তোরাবগঞ্জ গ্রামের বাসিন্দা ইউছুপ প্রতিবেশী আলমগীর থেকে ১৬শতক জমি কিনে বাড়ি তৈরি করেন। প্রায় ৪ বছর যাবত তিনি পরিবার নিয়ে ওই বাড়িতে বসবাস করে আসছেন।

বাড়ির বাসিন্দা মুরশিদা বেগম জানান, শিক্ষক মো: রফিকের ভাই দক্ষিণ কোরিয়া বিএনপির সাবেক সভাপতি মরহুম নুরুল আমিনের নিকট থেকে ক্রয় করা ২শতক জমির ওপর দিয়ে তাদের বাড়ির চলাচলের পথ ছিল। নুুরুল আমিন প্রবাসে থাকার কারণে ওই ২শতক জমির রেজিষ্ট্রি সম্পন্ন হয়নি।

নুরুল আমিন কোরিয়ায় মৃত্যুবরণ করার পর তার ছেলে শিবলু ও স্ত্রী রহিমা ওই দুইশত জমি রেজিষ্ট্রি দিবে বলে আমাদের পরিবার থেকে ২০ হাজার টাকা নেন। কিন্ত এর মাঝে গত কয়েক দিন আগে রফিক মাস্টার লোকজন দিয়ে আমাদের বাড়ির পথ কেটে ফেলে বাধা দিলে আমাকে পিটিয়ে আহত করে। শেষে আমাদের বাড়ির তিন দিকে গভীর নালা তৈরি করে। এখন স্থানীয়দের মাধ্যমে জানতে পারি রফিক মাস্টার নাকি আমাদের ২শতক জমিসহ নুরুল আমিনের নামের জমিটি কিনেছে।

এসময় তিনি অভিযোগ করে আরো জানান, রফিক মাস্টার এখন আমাদের বাড়ি তার নিকট বিক্রি করে চলে যাওয়ার জন্য নানা বাবে চাপ দিচ্ছে। কিন্ত আমরা অসহায় কোথায় যাবো ? কিভাবে এখানে থাকবো ?

এ বিষয় জানতে চাইলে তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ার‌ম্যান ফয়সল আহমেদ রতন জানান, ইটভাটার শ্রমিকের স্ত্রী মুরশিদা বেগম আমাকে বিষয়টি জানানোর পর আমি ওই শিক্ষককে পরিষদে আসার জন্য খবর দিয়েছি। কিন্ত সে নানা ব্যস্থতা দেখিয়ে আসেন নি । তিনি আরো জানান, ব্যক্তি সম্পত্তি হলেও কারো চলাচলের পথ বন্ধ করে দেওয়া অমানবিক।

অপরাধ | আইন আরও সংবাদ

লক্ষ্মীপুরের সাবেক এমপি আউয়ালের বিরুদ্ধে প্রতিবেদন ১৩ মে

রায়পুরে কলেজছাত্রকে অপহৃরনের ঘটনায় দু’জন আটক

মেঘনায় ৩০ জেলের জরিমানা

মেঘনা নদীতে পৃথক দুটি ডাকাতি মামলার আসামী মঞ্জু গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতাল কর্মীর বিরুদ্ধে রোগীকে মারধরের অভিযোগ

লক্ষ্মীপুরে বিদ্যালয় ক্যাম্পাস থেকে চুরি হওয়া শিশু ওহিকে পাওয়া গেছে সড়কের পাশে

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Editor & Publisher: Sana Ullah Sanu
Ratan Plaza(3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com