সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
কমলনগরে ইউপি নির্বাচনী এলাকা থেকে অস্ত্রসহ দুই যুবক আটক

কমলনগরে ইউপি নির্বাচনী এলাকা থেকে অস্ত্রসহ দুই যুবক আটক

কমলনগরে ইউপি নির্বাচনী এলাকা থেকে অস্ত্রসহ দুই যুবক আটক

লক্ষ্মীপুরের কমলনগরে ইউপি নির্বাচন মাঠে মানুষকে ভয়ভীতি প্রর্দশনের সময় অস্ত্রসহ দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে কমলনগর উপজেলার চরলরেন্স ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাঝিরপুত মসজিদ এলাকা হতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো-চর লরেন্স ফখরুল ইসলাম দুলালের (জাপানি)ছেলে মুইনুল ইসলাম প্রদীপ, একই এলাকার হুমায়ুন কবিরের ছেলে মো. নাদিম। দুজনই উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের সদস্য বলে জানা যায়।

তবে আটকদের পরিবারের দাবি বাড়ি থেকে ধরে নিয়ে স্থানীয় প্রতিপক্ষ মেম্বার প্রার্থীর লোকজন মারধর করে তাদের হাতে একটি পিস্তল ধরিয়ে দিয়ে পুলিশে খবর দেয়। এ ঘটনায় বুধবার বিকেল পর্যন্ত আটকৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছিল।

স্থানীয় সুত্রে জানা যায়, ১১ নভেম্বর দ্বিতীয় দফার ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে কমলনগরের ৪ ইউনিয়নে। ওই নির্বাচনে চরলরেন্স ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে মুরাদ হোসেন (ফুটবল) ও নাসির উদ্দিন (তালা) প্রতিদ্বন্দ্বিতা করছেন। মুরাদের পক্ষ হয়ে মাঠে নেমেছিল প্রদ্বীপ ও নাদিম।

জেলা পরিষদের সদস্য গিয়াস মোল্লা বলেন, তার ভাই চরলরেন্স ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য হিসেবে ভোট করছেন। এখন প্রতিপক্ষের লোকজন আমার ভাইকে হারাতে এলাকায় অস্ত্রের মহড়া ও আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছে। ঘটনার সময় আমাকে লক্ষ করে গুলি ছুড়ে। গুলির আওয়াজে স্থানীয়রা একত্রিত হয়ে তাদের অস্ত্রসহ আটক করে। পরে পুলিশ গিয়ে তাদেরকে একটি দেশীয় পিস্তলসহ আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় তিনি বাদি হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন।

এদিকে প্রদ্বীপের বাবা জাপানী দুলাল ও নাদিমের মা সেলিনা বেগম দাবি করছেন, তাদের ছেলেদেরকে বাড়ি হতে ডেকে নিয়ে ঘটনাস্থলে গিয়াস মোল্লা ও তার লোকজন এলাপাতাড়ি মারধর করে তাদের হাতে অস্ত্র ধরিয়ে দিয়ে পুলিশে খবর দেয়। তারা প্রকৃত ঘটনা উৎঘাটন করে দুষিদের শাস্তি দাবি করছেন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন জানান, খবর পেয়ে একটি অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অপরাধ | আইন আরও সংবাদ

লক্ষ্মীপুরের সাবেক এমপি আউয়ালের বিরুদ্ধে প্রতিবেদন ১৩ মে

রায়পুরে কলেজছাত্রকে অপহৃরনের ঘটনায় দু’জন আটক

মেঘনায় ৩০ জেলের জরিমানা

মেঘনা নদীতে পৃথক দুটি ডাকাতি মামলার আসামী মঞ্জু গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতাল কর্মীর বিরুদ্ধে রোগীকে মারধরের অভিযোগ

লক্ষ্মীপুরে বিদ্যালয় ক্যাম্পাস থেকে চুরি হওয়া শিশু ওহিকে পাওয়া গেছে সড়কের পাশে

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Editor & Publisher: Sana Ullah Sanu
Ratan Plaza(3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com