সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
কমলনগরের তোরাবগঞ্জে ভূমি কর্মকর্তার সহযোগিতায় খাল দখলমুক্ত

কমলনগরের তোরাবগঞ্জে ভূমি কর্মকর্তার সহযোগিতায় খাল দখলমুক্ত

70
Share

কমলনগরের তোরাবগঞ্জে ভূমি কর্মকর্তার সহযোগিতায় খাল দখলমুক্ত

কমলনগর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে জবরদখল থেকে মুসার খালের সংযোগ খাল দখলমুক্ত করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কর্মকর্তা শামসুদ্দিন মো.রেজার নির্দেশে সার্ভেয়ার প্রমেশ্বর চাকমা। সোমবার(২২জানুয়ারী) সকালে উপজেলা চর লরেন্স ইউপির তোরাবগন্জ বাজারের পশ্চিম পাশ্বে অবস্থিত খাল দখল মুক্ত করা হয়।

স্থানীয়রা জানান, মুসার খালের দখল নিতে স্থানীয় বাবুল মেম্বারের ওয়ারিশগণ পায়তারা শুরু করেন। তারা খালের মধ্যখানে সিমেন্টের পিলার ও কাঠ দিয়ে প্রায় ১০ফুট চওড়া লম্বা ৪০ফুট দখলে নেন। হঠাৎ স্থানীয়রা বাঁধা দিয়ে উপজেলা ভূমি অফিসকে অবগত করেন। পরবর্তিতে ভূমি সার্ভেয়ার ও ভূমি তহশিলতার  এসে দখলে থাকা সিমেন্ট ও কাঠের সরজ্ঞাম গুলো ভেঙে তুলে দখলমুক্ত করেন।

দখলদারের পক্ষে মেহরাজ হোসেন রিফাত জানান, দখলকৃত ভূমি তাদের বাবা মৃত বাবুল মেম্বারের ওয়ারিশ সূত্রে তার বোন মালিক হন। তারা তাদের জায়গা দখল করে সিমেন্টেরর খুটি দেন।

স্থানীয়রা আরও জানান, বিভিন্ন সময়ে ময়লা-আবর্জনার কারণে খাল ভরাটে পানিবন্দি হয়ে আশে-পাশের কয়েকশত একর ফসলি জমির উৎপাদনে সমস্যা সৃষ্টি হচ্ছে। শুষ্ক মৌসুমে পানি পাওয়া যাচ্ছে না। এছাড়াও বর্ষা মৌসুমে পানি বন্দি হয়ে জলাবন্ধতা সৃষ্টি হচ্ছে। এভাবে খাল দখল হলে কৃষকরা বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে। প্রতিনিয়ত খালের পাশে থাকা বসতিরা দখলের পায়তারা করছে। মুসার খালের সংযোগ খাল দখলমুক্ত করণে উপজেলা ভূমি অফিসের লোকজনকে ধন্যবাদ জানান তারা।

উপজেলা সার্ভেয়ার প্রমেশ্বর চাকমা জানান, এসিল্যান্ড স্যারের নির্দেশে স্থানীয় চরকাদিরা ভূমি তহশিলদারকে সাথে নিয়ে মুসার খালের দখলমুক্ত করা হয়। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শামসুদ্দিন মো.রেজা জানান, খাল দখলের বিষয়টি জানার পর সার্ভেয়ারকে পাঠানো হয়েছে। তারা গিয়ে খালের দখল উচ্ছেদ করেন।

অপরাধ | আইন আরও সংবাদ

লক্ষ্মীপুরের সাবেক এমপি আউয়ালের বিরুদ্ধে প্রতিবেদন ১৩ মে

রায়পুরে কলেজছাত্রকে অপহৃরনের ঘটনায় দু’জন আটক

মেঘনায় ৩০ জেলের জরিমানা

মেঘনা নদীতে পৃথক দুটি ডাকাতি মামলার আসামী মঞ্জু গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতাল কর্মীর বিরুদ্ধে রোগীকে মারধরের অভিযোগ

লক্ষ্মীপুরে বিদ্যালয় ক্যাম্পাস থেকে চুরি হওয়া শিশু ওহিকে পাওয়া গেছে সড়কের পাশে

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Editor & Publisher: Sana Ullah Sanu
Ratan Plaza(3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com