সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ২

চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ২

চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ২

44ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে গাজীপুর থেকে উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় দুই জনকে আটক করা হয়।
বুধবার গভীর রাতে ওই নবজাতককে উদ্ধার করা হয় বলে বাংলানিউজকে নিশ্চিত করেছেন র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের উপ-পরিচালক মেজর রোম্মান মাহমুদ ।
তিনি বলেন, বুধবার গভীর রাতে শিশুটিকে গাজীপুরের বোর্ড বাজারের আনন্দ বাজার এলাকা থেকে উদ্ধার করা হয়। এসময় আমেনা খাতুন এবং রহিমা নামে দুইজনকে আটক করা হয়।
222র‌্যাব সদর দপ্তরে বেলা ১১টায় সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এর আগে গত ২০ আগস্ট ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ডে দুই পুত্র সন্তানের জন্ম দেন রাজধানীর মোহাম্মদপুরের এফ ব্লকের জহুরী মহল্লার ৪১/৯ নম্বরের বাসিন্দা রুনা আক্তার।
পরদিন ২১ আগস্ট কান্না থামানোর নাম করে অপরিচিত‍া এক নারী রুনার কাছ থেকে এক শিশুকে কোলে নিয়ে ওয়ার্ডে হাঁটাহাঁটি করেন। এরপর থেকে ওই নবজাতক নিখোঁজ ছিল।
শিশু চ‍ুরির ঘটনায় ওইদিনই হাসপাতালের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয় এবং শাহবাগ থানায় একটি ‍মামলা দায়ের করা হয়।
পরে নবজাতক চুরির দায় স্বীকার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) কর্তৃপক্ষ। ২৬ আগস্ট বেলা ১২টায় হাসাপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় নবজাতক চুরির দায় স্বীকার করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এদিকে, ২৭ আগস্ট বুধবার এ ঘটনায় বিচারিক তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ এ আদেশ দেন।
333আদেশে একজন ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দিতে ঢাকার মুখ্য মহানগর হাকিমকে নির্দেশ দেওয়া হয় ও চার সপ্তাহের মধ্যে এ ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়।
এছা‍ড়া তদন্ত চলাকালে ওই শিশুর পরিবারকে নিরাপত্তা প্রদানের নির্দেশ দিয়ে আগামী ২০ অক্টোবর এ বিষয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে বলেও জানান আদালত।

অপরাধ | আইন আরও সংবাদ

লক্ষ্মীপুরের সাবেক এমপি আউয়ালের বিরুদ্ধে প্রতিবেদন ১৩ মে

রায়পুরে কলেজছাত্রকে অপহৃরনের ঘটনায় দু’জন আটক

মেঘনায় ৩০ জেলের জরিমানা

মেঘনা নদীতে পৃথক দুটি ডাকাতি মামলার আসামী মঞ্জু গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতাল কর্মীর বিরুদ্ধে রোগীকে মারধরের অভিযোগ

লক্ষ্মীপুরে বিদ্যালয় ক্যাম্পাস থেকে চুরি হওয়া শিশু ওহিকে পাওয়া গেছে সড়কের পাশে

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Editor & Publisher: Sana Ullah Sanu
Ratan Plaza(3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com