সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরের শিশু তামীমকে ১০ কোটি দিতে রুল, তাৎক্ষণিক ৫ লাখ টাকা দেওয়ার নির্দেশ

লক্ষ্মীপুরের শিশু তামীমকে ১০ কোটি দিতে রুল, তাৎক্ষণিক ৫ লাখ টাকা দেওয়ার নির্দেশ

লক্ষ্মীপুরের শিশু তামীমকে ১০ কোটি দিতে রুল, তাৎক্ষণিক ৫ লাখ টাকা দেওয়ার নির্দেশ

লক্ষ্মীপুরের রামগতিতে পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত শিশু তামিম ইকবালের (১২) চিকিৎসা খরচ বাবদ পল্লী বিদ্যুৎ সমিতিকে তাৎক্ষণিক ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশে দিয়ে উচ্চ আদালত। একই সঙ্গে তাকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। শিশু তামিমের বাবা শাহাদাত হোসেনের দায়ের করা রিটের শুনানি নিয়ে সোমবার (৬ ডিসেম্বর) উচ্চ আদালতের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

একই সাথে জ্বালানি সচিব, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান, লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারসহ সংশ্লিষ্ট পাঁচজনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। তার সহযোগী আইনজীবি ফুয়াদ হাসান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিশু তামিমের পিতার আবেদনের প্রেক্ষিতে তার পরিবারের ক্ষতি ক্ষতিপূরণ বাবদ ১০ কেটি টাকা এবং তামিমের চিকিৎসা বাবদ ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। আদালতে তাৎক্ষণিক চিকিৎসা খরচ বাবদ লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতিকে ৫ লাখ টাকা দেওয়া নির্দেশ দিয়েছেন।

তামিম রামগতি উপজেলার চর আলগী ইউনিয়নের চর টবগী গ্রামের দিনমজুর শাহাদাত হোসেনের ছেলে; সে স্থানীয় কাটাবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির মেধাবী ছাত্র। গত ২৫ সেপ্টেম্বর তারিখে গোসল করতে গিয়ে চর টবগী গ্রামের একটি বিদ্যুতের খুঁটির তারে জড়িয়ে মারাত্মক আহত হন। তামিমের বাম হাত কেটে ফেলতে হয়েছে। ডান পায়ের দুটি আঙুল কেটে ফেলতে হবে। ঝলসে যাওয়া শরীরের বিভিন্ন অংশে পচন ধরেছে। মাথার আঘাতও গুরুতর।

শিশু তামিমের বাবা শাহাদাত হোসেন উচ্চ আদালতে রিট দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ৭০ দিন যাবত ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে শিশু সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন ছেলে তামিম পাঞ্জা লড়ছে । পরে সেচ্ছাসেবি সংগঠন ‘‘স্বপ্ন নিয়ে’’ এর প্রতিষ্ঠিতা আশরাফুল আলম হান্নানের সহযোগিতায় তিনি আদালতে রিট দায়ের করেন।

অন্যদিকে অভাব অনটেনের সংসারে তার চিকিৎসা খরচ যোগাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। নিজের একমাত্র মুদি দোকানটিও বিক্রি করে দিয়েছেন। এ ঘটনায় বিদ্যুৎ কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলাকে দায়ী করছেন তিনি।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মো. আবু তাহের বলেন, নদী ভাঙনের কারনে নদীর পাড়ে থাকা খুটি হেলে পড়ে। তবে খুঁটিতে থাকা ক্যাবল উপরে ঝুলে ছিলো। যদি মাটিতে লেগে থাকতো তাহলে সাথে সাথে বিদ্যুৎ বন্ধ হয়ে যেত। কিন্তু বিষয়টি স্থানীয়ভাবে কেউ তাদের জানায়নি। তাই হয়তো তারে লেগে ওই শিশুটি দুর্ঘটনার মধ্যে পড়েছেছিল।

তিনি আরো বলেন, আমরা জানতে পেরে শিশুটির খোঁজ খবর নিয়েছি এবং তাকে চিকিৎসার জন্য আর্থিক সহযোগীতাও করেছি।

তবে আর্থিক সহযোগীতার বিষয়ে শিশুর বাবা শাহাদাত হোসেনের বাবা সোমবার সকালে বলেন, দুর্ঘটনার অনেক পরে সাম্প্রতিক সময়ে পত্রপত্রিকায় লেখালেখির পর বিদ্যুৎ অফিস থেকে কেউ একজন তাকে ফোন করেছিল। কিন্তু কোন আর্থিক সহযোগীতা করা হয়নি।

অপরাধ | আইন আরও সংবাদ

রায়পুরে কলেজছাত্রকে অপহৃরনের ঘটনায় দু’জন আটক

মেঘনায় ৩০ জেলের জরিমানা

মেঘনা নদীতে পৃথক দুটি ডাকাতি মামলার আসামী মঞ্জু গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতাল কর্মীর বিরুদ্ধে রোগীকে মারধরের অভিযোগ

লক্ষ্মীপুরে বিদ্যালয় ক্যাম্পাস থেকে চুরি হওয়া শিশু ওহিকে পাওয়া গেছে সড়কের পাশে

রামগতিতে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ ৩ ইটভাটা

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Editor & Publisher: Sana Ullah Sanu
Ratan Plaza(3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com