সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরে ইউপি সদস্যের ওপর হামলা

কমলনগরে ইউপি সদস্যের ওপর হামলা

কমলনগরে ইউপি সদস্যের ওপর হামলা

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে লক্ষ্মীপুরের কমলনগরে দেলোয়ার হোসেন সর্দার নামে এক ইউপি সদস্যকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করা হয়েছে। রোববার সকালে উপজেলার চরফলকন ইউনিয়নের সেকান্তর সর্দার বাড়িতে এ ঘটনা ঘটে। সে চরফলকন ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের (ইউপি) সদস্য। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকে হামলাকারীরা পলাতক রয়েছেন।

জানা যায়, একই বাড়ি কাজল মিয়ার সাথে দীর্ঘ দিন থেকে সাড়ে ২৫ শতাংশ জমি নিয়ে দেলোয়ার হোসেনের বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান। রোববার সকালে নারিকেল পাড়াকে কেন্দ্র করে দেলোয়ার হোসেনের স্ত্রীর সাথে প্রতিপক্ষ কাজল তার ছেলে ইয়ার হোসেন ও মামুন হোসেনের কথা কাটাকাটি চলছিল। খবর পেয়ে দেলোয়ার হোসেনের ঘটনাস্থলে যায়। এক পর্যায়ে কাজল মিয়া ও তার ছেলে ইয়ার হোসেন ও মামুন দেলোয়ার এবং তাঁর স্ত্রী নুর নাহারকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। পরে মুমূর্ষুাবস্থায় স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।
হাসপাতালে চিকিৎসাধীন ইউপি সদস্য দেলোয়ার হোসেনে বলেন, আমাদের বাড়ির সাড়ে ২৫ শতাংশ জমি নিয়ে কাজল মিয়ার সাথে দীর্ঘ দিন থেকে বিরোধ চলেছে। রোববার সকালে কাজল মিয়া বাহিরের কিছু লোকজন নিয়ে বিরোধকৃত জায়গার গাছ থেকে নারিকেল পাড়ছিলেন। বিষয়টি আমার স্ত্রী আমাকে জানালে আমি গিয়ে বাধা দেই। এতে কাজল মিয়া তাঁর ছেলেরা সহ ৮-১০জন লোক আমাকে এবং আমার স্ত্রী নুর নাহারকে তাদের হাতে থাকা লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে।
এদিকে বিষয়টি নিয়ে কাজল মিয়া ও তার ছেলেদের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অপরাধ | আইন আরও সংবাদ

অপরাধ রোধে রামগঞ্জের চন্ডিপুরে শান্তি সমাবেশ

নদী ও সাগরে নিষেধাজ্ঞা উঠছে আজ, অভিযানে ২২ লক্ষাধিক টাকার মাছ ও জাল জব্দ

মাছ ধরার প্রস্তুতিকালে দু’টি বড় ট্রলার ও দু’টি বরফবোঝাই ট্রাক আটক

নিষেধাজ্ঞা না মেনে রামগতির মেঘনায় মাছ ধরায় দায়ে জেলে আটক

মেঘনায় ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ

রামগতিতে ৩০ টন অবৈধ ইউরিয়া সার জব্দ, আটক-১

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2025
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com