লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের বিভিন্ন স্থানে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে জুয়া খেলা (ক্যাসিনো)। ইউনিয়নের ৪ নং ওয়ার্ড চক বাজার এলাকায় কয়েকটি বাড়িতে পৃথক ঘর তুলে জুয়ার বড় আসর চলছিল। এসব আসরে প্রতিদিন লাখ লাখ টাকার জুয়া খেলা হচ্ছে। এ নিয়ে ইতোপূর্বে লক্ষ্মীপুর২৪ এ কটি সংবাদ প্রকাশিত হলেও প্রশাসনের পক্ষ থেকে কোন পদক্ষেপ নেয়া হয়নি বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
এদিকে এলাকার স্থানীয় মানুষের অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ভবানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল হাসান রনি স্থানীয় এলাকাবাসীদের সাথে নিয়ে ৪ নং ওয়ার্ড চক বাজার এলাকার চর উভূতি গ্রামের ২টি বাড়িসহ ৩টি আস্তানায় অভিযান চালিয়ে ২টি বাড়ির জুয়ার আস্তানা আগুন দিয়ে পুড়ে দেয়া হয়। এর মধ্যে চক বাজারের শাহ আলম ফরাজী বাড়ির জসিম ও ইউছুপের জুয়ার আসর, শাহাব উদ্দিনের বাড়ির জুয়ার আসর এবং ইউছুপের দোকানের জুয়ার আসর ছিল।
এসময় উপস্থিত ছিলেন, সদর (পূর্ব) উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ জসীম উদ্দীন, ভবানীগঞ্জ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মোছলেহ উদ্দিন সুমন, ৪নং ওয়ার্ডের মেম্বার মোঃ রাছেল মাহমুদ লিটন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি চৌধুরী সোহাগ গাজী, সাধারণ সম্পাদক ইউছুপ পাঠানসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দসহ স্থানীয় এলাকাবাসী।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন থেকে ভবানীগঞ্জ ইউনিয়নের কয়েকটি বাড়িতে আস্তানা দিয়ে জুয়ার বড় বড় আসর চলে আসছিল । এসব আস্তানায় দিনরাত ২৪ ঘন্টায় জুয়া মাদকসহ নানা ধরেনর অপকর্ম চলছিল। স্থানীয়রা কেউ ভয়ে তাদের কে কিছু বলার সাহস পেত না। গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও প্রশাসনের পক্ষ থেকে কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না। অন্যদিকে ওই এলাকায় রাতের বেলায় ব্যাপক হারে চুরিসহ নানা অপরাধ বেড়ে গেছে।



0Share