সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
বাবা-মায়ের সাথে ঝগড়া করে নিজের বসতঘরে আগুন!

বাবা-মায়ের সাথে ঝগড়া করে নিজের বসতঘরে আগুন!

বাবা-মায়ের সাথে ঝগড়া করে নিজের বসতঘরে আগুন!

লক্ষ্মীপুরের রায়পুরে বাবা-মায়ের সাথে ঝগড়া করে নিজের বসতঘরে আগুন দিয়েছে জাফর হোসেন (৪২) নামে এক ব্যক্তি। রোববার (৬ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মধ্য উদমারা গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে জাফরের দো-চালা টিনের ঘরটি পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়।

যদিও ঘটনার পর জাফর অগ্নিকাণ্ডের জন্য তার বাবা সিরাজ বেপারী ও মা মোকশো বেগমকে দায়ী করেছেন। জমি ভাগাভাগি নিয়ে বাবা-মার সাথে বিরোধ দেখা দেয় তার।

পুলিশ ও স্থানীয়রা বলছে, জেদের বসে জাফর তার বসতঘরে আগুন দিয়ে বাবা-মাকে ফাঁসাতে চেয়েছে।

স্থানীয়রা জানায়, সকালে জাফর ও তার স্ত্রী ফাতেমা বেগম বাবা সিরাজ বেপারী ও মা মোকশো বেগমের সাথে ঝগড়া করে। এ সময় জাফর বসতঘর পুড়িয়ে ফেলার হুমকি দেয়। দুপুর দেড়টার দিকে তার ঘরে আগুন লেগে ঘরটি পুড়ে যায়। পরে ঘটনার জন্য জাফর ও তার স্ত্রী ফাতেমা তাদের বাবা-মাকে দায়ী করে।

জাফরের স্ত্রী ফাতেমা বেগম জানান, তার শশুর সিরাজ বেপারী ও শাশুড়ি মোকশেদা বেগমের সাথে রোববার সকালে ঝগড়া হয়। এ সময় শ্বশুর সিরাজ বেপারী বসতঘরে আগুন দেওয়ার হুমকি দেয়। দুপুরেই তাদের ঘরে আগুন লাগে। তার শ্বশুর শাশুড়ি আগুন লাগিয়েছে বলে দাবি তার।

অন্যদিকে ফাতেমা বেগমর শাশুড়ি মোকশেদা বেগম জানান, তার ছেলে জাফর হোসেন নিজেই নিজের ঘরে আগুন লাগিয়ে এখন দায় তাদের উপর চাপাচ্ছে।

এদিকে খবর পেয়ে রায়পুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শেখ সাদী ও হায়দারগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

সহকারী পুলিশ সুপার মো. শেখ সাদী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। ঘটনার আলামত এবং স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে- জাফর নিজেই তার বসতঘরে আগুন দিয়েছে। ঘটনার সময় তার বাবা সিরাজ বেপারী মসজিদে নামাজ পড়তে গেছে। জমি নিয়ে বিরোধের জের ধরে সে তার বাবা-মাকে ফাঁসাকে কাজটি করেছে।

অপরাধ | আইন আরও সংবাদ

অপরাধ রোধে রামগঞ্জের চন্ডিপুরে শান্তি সমাবেশ

নদী ও সাগরে নিষেধাজ্ঞা উঠছে আজ, অভিযানে ২২ লক্ষাধিক টাকার মাছ ও জাল জব্দ

মাছ ধরার প্রস্তুতিকালে দু’টি বড় ট্রলার ও দু’টি বরফবোঝাই ট্রাক আটক

নিষেধাজ্ঞা না মেনে রামগতির মেঘনায় মাছ ধরায় দায়ে জেলে আটক

মেঘনায় ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ

রামগতিতে ৩০ টন অবৈধ ইউরিয়া সার জব্দ, আটক-১

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2025
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com