সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিক্ষার্থী হত্যা মামলায় লক্ষ্মীপুরের আওয়ামীপন্থী দুই আইনজীবী কারাগারে

শিক্ষার্থী হত্যা মামলায় লক্ষ্মীপুরের আওয়ামীপন্থী দুই আইনজীবী কারাগারে

শিক্ষার্থী হত্যা মামলায় লক্ষ্মীপুরের আওয়ামীপন্থী দুই আইনজীবী কারাগারে

নিজস্ব প্রতিনিধি | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর

শিক্ষার্থী হত্যা মামলায় লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নুরুল হুদা পাটওয়ারী ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সাবেক পিপি অ্যাডভোকেট জহির উদ্দিন বাবরকে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে তাদেরকে আদালত প্রাঙ্গণ থেকে প্রিজনভ্যানে করে কারাগারে পাঠানো হয়। এরআগে এদিন সকালে জেলা শহরের পৃথকস্থান থেকে এ দুই আইনজীবীকে গ্রেপ্তার করে পুলিশ। দুপুর পৌনে ১ টার দিকে তাদেরকে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী অঞ্চল সদর আদালতে হাজির করা হয়।

তাদের দুইজনকে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী সাদ আল আফনান হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তবে তারা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন না। অজ্ঞাত আসামিদের তালিকায় তাদের গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বলেন, দুই আইনজীবীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে গত ৪ আগস্ট ছাত্র-জনতা হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

কোর্ট পুলিশ পরিদর্শক এমএ জলিল বলেন, আদালত দুইজনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, এ দুই আইনজীবী আদালতে যাবার প্রস্তুতি নিচ্ছেন, এমন সময়ে তাদের পুলিশ গ্রেপ্তার করে। আইনজীবী নুরুল হুদা পাওয়ারীকে তার ঝুমুরের বাসার সামনে থেকে এবং বাবরকে আদালতে যাবার পথে গ্রেপ্তার করা হয়। দুজনই আওয়ামী লীগের রাজনীতির পাশাপাশি জেলা জজ আদালতে আইন পেশায় নিয়োজিত ছিলেন। নুরুল হুদা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং জহির উদ্দিন বাবর গেল বছরের জুলাই মাসে গণঅভ্যুত্থানে ঠিক কয়েকদিন আগে জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান।

এদিকে এ দুই আইনজীবী গ্রেপ্তার হওয়ায় আওয়ামীপন্থী অন্য আইনজীবীদের মধ্যেও গ্রেপ্তার আতঙ্ক ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলা ও গুলিতে লক্ষ্মীপুরে চার ছাত্র নিহত হয়।

অপরাধ | আইন আরও সংবাদ

রামগতিতে বলি ট্রাকের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

লক্ষ্মীপুরে খালা শ্বাশুড়িকে ধর্ষণের পর হত্যা, মূল হোতা গ্রেপ্তার

লক্ষ্মীপুরে ছালেহা হত্যার কোন ক্লু খুঁজে পাচ্ছে না পুলিশ

লক্ষ্মীপুরে জামায়াত নেতার মৃত্যু জানাযায় তোপের মুখে বিএনপি নেতারা

৩ হাজার কবর খোঁড়া শয্যাশায়ী মনু মিয়ার ঘোড়াটি মেরে ফেলল দুর্বৃত্তরা

শিক্ষকের বেত্রাঘাতে লক্ষ্মীপুরে ৮ বছরের শিশু রক্তা’ক্ত; ২৩ সেকেন্ডে শিশুর ওপর ২১ বেত

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2025
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com