লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া গ্রামে পেশাগত কাজে যাওয়ার পথে ৪ সাংবাদিককের ওপর মুখোশধারী দুর্বৃত্তরা হামলা চালায়। এসময় তাদেরকে বাঁশ দিয়ে এলাপাতাড়ি পিটিয়ে আহত করে। একপর্যায়ে মুখোশধারী দুর্বৃত্তরা অস্ত্র ঠেকিয়ে গুলি করার হুমকি দেয়। পরে গুলি করেছে বলে জানায় আহতরা।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৪ টার দিকে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের দত্তপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত সাংবাদিকরা হলেন রফিকুল ইসলাম, মো. আলা উদ্দিন, আব্দুল মালেক নিরব ও ফয়সাল মাহমুদ।
আহতদের সঙ্গে কথা বলে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দত্তপাড়া গ্রামে এক প্রবাসীর বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সংবাদ করতে যাওয়ার পথে ঘটনাস্থলে ৭-৮জন মুখোশধারী লোক সাংবাদিকদের মোটরসাইকেল গতিরোধ করে। এসময় তাদেরকে সংবাদের কাজে যেতে বাধা দেয় তারা। একপর্যায়ে তাদের কথা না শোনায় সাংবাদিকদেরকে বাঁশ দিয়ে এলোপাতাড়ি মারধর করে। একই সময় পেছন থেকে একজন এসে গুলি করতে বলে। এরপর তারা সাংবাদিকদের ওপর গুলি করে। পরে আহত অবস্থায় তাদেরকে রেখে চলে যায় হামলাকারীরা। সেখান থেকে আহতরা দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে যায়। পরে পুলিশ তাদেরকে সদর হাসপাতালে পাঠায়।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল বলেন, আহত অবস্থায় ৩ জনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এরমধ্যে একজনের হাঁটুতে আঘাত রয়েছে। তা গুলির আঘাত কি না তা এক্সরে করলে নিশ্চিত হওয়া যাবে।
259Share