নিজস্ব প্রতিবেদক | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. সোলেমানকে লাঞ্ছিতের অভিযোগ উঠেছে রেদোয়ান হোসেন নামে এক গ্রাম পুলিশের বিরুদ্ধে।
‘চৌকিদার ট্রাক্সে’র টাকার বিষয়ে জানতে চাইলে রেদোয়ান তাকে লাঞ্ছিত ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
এ ঘটনার বিচার পেতে মেম্বার সোলেমান চন্দ্রগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন৷
গত ১ জানুয়ারি সন্ধ্যায় সদর উপজেলার দাশেরহাট বাজারের মন্তাজ মিয়া মার্কেটের ভেতরে এ ঘটনা ঘটে। এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় লোকজন।
রেদোয়ান ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।
ইউপি সদস্য সোলেমান জানান, দাশের হাটের মন্তাজ মিয়া মার্কেটের ভেতরে আবদুল খালেক আমিনের দোকানের সামনে গ্রাম পুলিশ রেদোয়ানের সাথে তার দেখা হয়। তিনি রেদোয়ানকে ইউনিয়ন পরিষদের জরুরী কাজে অগ্রগতির বিষয়ে জিজ্ঞাসা করলে সে অকথ্য ভাষায় গালমন্দ করে। এক পর্যায়ে শার্টের কলার চেপে ধরে লাঞ্ছিত করে।
মেম্বার সোলেমান বলেন, ইউনিয়ন পরিষদের ‘চৌকিদার ট্রাক্স’ উত্তোলনের অগ্রগতি নিয়ে আমি তাকে জিজ্ঞেস করি। সে আমার কথার উত্তর না দিয়ে উল্টো আমার উপর ক্ষিপ্ত হয়ে উঠে। মারধরের জন্য আমার দিকে তেড়ে আসে। আমি ইউপি সদস্য হিসেবে তাকে জিজ্ঞেস করতেই পারি, কিন্তু তার কাছ থেকে এ ধরণের আচরণ কাম্য ছিল না। আমি প্রতিকারের আশায় আইনের আশ্রয় নিয়েছি এবং ইউপি প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মার্কেটের কয়েকজন ব্যবসায়ী বলেন, সোলেমান মেম্বার গ্রাম পুলিশ রেদোয়ানকে ট্রাক্সের টাকা উত্তোলনের বিষয়ে জিজ্ঞেস করায় সে ক্ষিপ্ত হয়ে মেম্বারের গায়ের দিয়ে তেড়ে আসে। অকথ্য ভাষায় গালিগালাজ করে। দু’জনের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছে। মেম্বারের সাথে এমন আচরণ করা নিন্দনীয়।
গ্রাম পুলিশ রেদোয়ান ঘটনাটি স্বীকার করে বলেন, আমার সাথে মেম্বার সোলেমানের ঝামেলা হয়েছে। সে আমাকে ট্রাক্স উত্তোলনের বিষয়ে জিজ্ঞেস করলে আমি তাকে না বলায় সে আমার উপর ক্ষিপ্ত হয়। সে আমাকে গালমন্দ করেছে, আমিও তাকে গালমন্দ করি। আমার বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছে, এতে আমার যা হবার হবে।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা চন্দ্রগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রুপক কর বলেন, বিষয়টি সরেজমিনে তদন্ত করেছি। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তদন্ত প্রতিবেদন দেওয়া হবে।
85Share