সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে নদীতে মাছ ধরতে না যাওয়াতে জেলেকে নির্যাতন- গ্রেপ্তার ২ ‎

লক্ষ্মীপুরে নদীতে মাছ ধরতে না যাওয়াতে জেলেকে নির্যাতন- গ্রেপ্তার ২ ‎

লক্ষ্মীপুরে নদীতে মাছ ধরতে না যাওয়াতে জেলেকে নির্যাতন- গ্রেপ্তার ২ ‎

নিজস্ব প্রতিবেদক||লক্ষ্মীপুরটোয়েন্টিফোর:

‎নৌকায় মাছ ধরতে না যাওয়াতে লক্ষ্মীপুরে কমলনগরে মো জসিম (৪০) নামের এক জেলেকে রাতভর অমানবিক নির্যাতন করে চুরির অপবাধ দিয়ে ভিডিও করে স্যোসাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছেন অভিযুক্তরা।

এ ঘটনা পুলিশের নজরে আসলে জেলা পুলিশ সুপারের নির্দেশে কমলনগর থানা পুলিশ অভিযুক্ত ৩ জনকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলো- কমলনগর উপজেলার চরফলকন ইউনিয়নের শফি উল্লাহ মাঝির ছেলে মো. লাদেন (২২), দুলাল মাঝির ছেলে রাকিব (২০)কে গ্রেপ্তার করে পুলিশ।

‎এর আগে গত রোববার (২৪ আগষ্ট) রাতে উপজেলার মাতাব্বর হাট এলাকায় মেঘনা নদীর তীর রক্ষা বাঁধের পাশে লাদেন, ফিরোজ ও বিক্রমসহ ৮-১০ জন যুবক মিলে এ নির্যাতন চালায়। ওই সময় তারা চুরির অভিযোগ এনে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। ভিডিওতে দেখা যায় অভিযুক্তরা ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং কোম্পানির ব্লকের চিপায় ফেলে জেলে জসিমকে হাত-পা বেধে গোপন অঙ্গসহ শরিরের বিভিন্ন যায়গায় আঘাত করছে। আবার মাথা ব্লকের নিচে ফেলে পা উপরের দিকে তুলে এলোপাতাড়ি পিটানো হচ্ছে।

‎খোঁজ নিয়ে জানা যায়, মাকছুদ মাঝির নৌকায় মাছ ধরতে না যাওয়া তার নির্দেশে গভীর রাতে আপেল মাঝি নৌকা থেকে তুলে নিয়ে আসেন অভিযুক্তরা। তার পর থেকে ভোর রাত পর্যন্ত নির্যাতন চালায় তারা। পরে এলাকাবাসী সকালে জসিমকে অচেতন অবস্থায় উদ্ধার করে কমলনগর স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।

‎হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিত মো.জসিম জানান, মাকছুদ মাঝির নৌকায় মাছ ধরতে না যাওয়ায় তাকে গভীর রাতে সোহেল, সিরাজ, রাকিব ও বিক্রম তার হাত-পা বেঁধে মাকছুদের নৌকার পাঠাতানের কাঠ দিয়ে বেদড়ক মারধর করেন। এছাড়াও তার গোপন অঙ্গে ইট বেঁধে রাখেন এবং মুখে সিগারেটের আগুন দেন। এভাবে সারা রাত নির্যাতন করে সকালে আবারও হাত-পা বেঁধে ব্লকের নিচে রেখে কাঠ দিয়ে অমানবিক নির্যাতন করেন। তিনি অনেক কাকুতি-মিনতি এবং চিৎকার দিলেও তারা নির্যাতন বন্ধ করেননি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।  

‎কমলনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

অপরাধ | আইন আরও সংবাদ

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

মানবতাবিরোধী অপরাধে হাসিনার ফাঁসির আদেশ

সবাইকে ‘খুশি’ করে চলছে অবৈধ ৪৯ ইটভাটা ! তিন বছরে বেড়েছে ১১টি!

কমলনগরে প্রবাসীর ঘরে দুর্ধষ চুরি, ১৬ লাখ টাকা ও ১৪ ভরি স্বর্ণলঙ্কার লুট

অপরাধ রোধে রামগঞ্জের চন্ডিপুরে শান্তি সমাবেশ

নদী ও সাগরে নিষেধাজ্ঞা উঠছে আজ, অভিযানে ২২ লক্ষাধিক টাকার মাছ ও জাল জব্দ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2025
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com