নিজাম উদ্দিন | লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চন্ডিপুরে সম্প্রতি হত্যা, মাদক, ডাকাতিসহ অপরাধ বেড়ে যাওয়ায় শান্তি সমাবেশ করা হয়েছে। চন্ডিপুর ইউনিয়ন রামগঞ্জ, রায়পুর ও চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা। এ অবস্থায় উদ্বিগ্ন এলাকাবাসীকে নিয়ে অপরাধ রোধে পর্তুগাল প্রবাসী মহিউদ্দিন জহির সমাবেশের আয়োজন করেছেন।
সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মাসিমপুর বাংলাবাজারে এ শান্তি সমাবেশের আয়োজন করা হয়।
রায়পুর কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মুনছুর আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) জামিলুল হক। বিশেষ অতিথি ছিলেন রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারী। এসময় বক্তব্য রাখেন নুরে আলম জিকু, এম এ মিরন পাটওয়ারী, শামিম পাঠান, ফয়েজ আহমেদ, হাসিবুর রহমান রাফি, জোবায়ের পাটওয়ারী, ফাহাদ পাটওয়ারী ও সাইফুল ইসলামসহ অনেকে।
আয়োজক মহিউদ্দিন জহির বলেন, সাম্প্রতিক সময়ে চন্ডিপুরে খুন, ডাকাতি, মাদকসহ কিশোর অপরাধ বেড়ে গেছে। এটি সীমান্তবর্তী এলাকা হওয়ায় বেশি অপরাধ সংগঠিত হচ্ছে। পুলিশ, জনপ্রতিনিধির একার পক্ষে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এজন্য সবার প্রচেষ্টা প্রয়োজন।
এএসপি জামিলুল হক বলেন, মাদক হচ্ছে সব অপরাধের মা। অপরাধ দমনে সবাইকে সচেতন হতে হবে। নিরাপত্তার জন্য বাসা-বাড়িসহ গুরুত্বপূর্ণ স্থানে নিয়ম মেনে সিসি ক্যামেরা স্থাপন করলে অপরাধ কমবে। আমরা নানা সীমাবদ্ধতার মধ্যেও অপরাধ রোধে রাত-দিন কাজ করছি।



0Share