নিজেস্ব প্রতিবেদক || লক্ষ্মীপুরটোয়েন্টিফোর:
লক্ষ্মীপুরের কমলনগরে আবুধাবির এক প্রবাসীর বাড়ীতে র্দুর্ধষ চুরির ঘটনা ঘটেছে। এতে স্বর্ণ, নগদ টাকা, ব্যাংক চেক ও লেনদেনের কাগজপত্রসহ প্রায় অর্ধকোটি টাকার সম্পদ চুরি হয়েছে বলে দাবী করেন ক্ষতিগ্রস্ত পরিবার।
২৯ অক্টোবর দিবাগত রাত ২ টার পর ঘটিয়েছে বলেছেন ভুক্তভোগী পরিবার। কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মমিন উল্যাহ হাজী বাড়ির আবুধাবি প্রবাসী আবুল বাসারের ঘরে রাতের আধারে এ চুরির ঘটনা ঘটেছে।
জানাযায়, প্রবাসী ইউসুফের বসতঘর থেকে স্বর্ণ ১৪ ভরি, নগদ ১৬ লাখ টাকা, বিভিন্ন ব্যাংকের ৫টি চেক বই, লেনদেনর ৫টি স্ট্যাম্প, একটি স্মার্ট ফোন ও জমির গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি করে নিয়ে যায়।
প্রবাসীর স্ত্রী শাহিনুর বেগম ও তার বড় মেয়ে ঘরের অন্য কক্ষে ঘুমন্ত অবস্থায় ছিলেন। তখন তার চোরের দল জানালার শিকড় কেটে ঘরে ঢুকে ভিতরের দরজা ভেঙে স্টিলের আলমারী চাবি দিয়ে তা খুলো সব নিয়ে যান। এবং প্রবাসী স্ত্রীর গলার হার নিতে গেলে তারা টের পান। ততক্ষণে সকল চোর সব নিয়ে পালিয়ে যান।
প্রবাসী মেয়ে বলেন, গতকাল গভীর রাতে ১৬ লাখ টাকা ব্যাংক থেকে তোলা হয়েছে। আজ তা একজনকে দেওয়ার কথা। কিন্তু রাতে এমন কিছু হবে কল্পনা ও করা যাচ্ছে না। এছাড়া আমার মা, বোন ও আমার সকল গহনা আমার মায়ের কাছে ছিলো। তা সব নিয়ে গেলো। আমার পরিবারের অসাধানতার সুযোগে জানাশোনা লোক এ চুরির ঘটনা ঘটিয়েছে।
প্রতিবেশী সেলিম মিয়া বলেন, বেশ কিছু দিন ধরে এলাকার চুরি ডাকাতি বেড়ে গেছে। যে ভাবে একবার এক বাড়িতে চুরি হচ্ছে এতে আমরা আতঙ্কিত।
প্রবাসীর ভাই বলেন, আমার ভাই প্রবাসে থাকেন। তার পরিবারের একা থাকেন। সেই সুযোগে তার ঘর থেকে সব চুরি করে নিয়ে গেছে। সকালে পুলিশ এসেছে এবং সব কিছু ডাইরি করে নিয়েছে। আমরা প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি। যাতে করে যারা এমন নেক্কারজনক কাজ করেছে তার সঠিক বিচার হয়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তৌহিদুল ইসলাম জানান,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



0Share