নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জে আনোয়ার হোসেন (৪৮) নামে এক কনফেশনারি ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত ইউসুফ আলীকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১১। বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় নোয়াখালী র্যাব-১১। এর আগে মঙ্গলবার রাতে ঢাকার খিলক্ষেত এলাকায় র্যাব-১ এর সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে ইউসুফ ছুরিকাঘাত করে আনোয়ার হোসেনকে হত্যা করে পালিয়ে যায়। দোকানের মালামাল বাকিতে না দেওয়ায় কথা-কাটাকাটির জেরে এ হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্ত্রী ফারজানা আক্তার সাথী বাদী হয়ে ইউসুফকে আসামি করে রামগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। ভিকটিম আনোয়ার হোসেন রামগঞ্জের ভোলাকোট ইউনিয়নের সাহারপাড়া গ্রামের আলী রেজা বেপারী বাড়ির মজুবুল হকের ছেলে এবং কনফেকশনারি ব্যবসায়ী। তিনি বিএনপির কর্মী ছিলেন। অভিযুক্ত ইউছুফ আলী সাহারপাড়া গ্রামের মাইজের বাড়ির এরশাদ মিয়ার ছেলে। সংবাদ সম্মেলনে র্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু বলেন, আসামি ইউসুফ ভিকটিম আনোয়ারের দোকানে বাকিতে মালামাল ক্রয় করতেন। দোকানের বাকি টাকা পরিশোধ না করে পুনরায় বাকিতে মালামাল নিতে চাইলে আনোয়ার মালামাল না দেওয়ায় কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দোকানের ভেতরে ঢুকে ইউসুফ ধারালো ছুরি দিয়ে আনোয়ারের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি বলেন, হত্যার ঘটনায় মামলা হলে র্যাব আসামিকে ধরতে গোয়েন্দা নজরদারি শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর সহায়তায় ঢাকার খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ-২ এলাকায় অভিযান চালিয়ে ইউসুফকে গ্রেপ্তার করা হয়। তাকে রামগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।



0Share