নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলা ব্যাপি অবৈধ ভাবে গড়ে ওঠা ইটভাটার বিরুদ্ধে সোচ্চার সমাজকর্মী ও গণমাধ্যম ব্যক্তিত্ব আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি দিয়েছে দূর্বৃত্তরা। এ ঘটনায় তিনি ব্যক্তিগত ও সাইবার নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন।
জিডিতে তিনি উল্লেখ করেন, আমি সামাজিক সচেতনতার উপর গুরুত্বপূর্ণ কার্যক্রমের সাথে জড়িত এবং নিয়মিত বিভিন্ন তথ্যবহুল ভিডিও কনটেন্ট আপলোড করে থাকি। কিন্তু গত ২০ নভেম্বর তারিখে একটি ফেসবুক আইডি আমার পোস্ট করা কনটেন্টসমূহকে বিকৃত করে জনসাধারণের মাঝে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়েছে। এতে আমার ব্যক্তিগত ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে।
আশরাফুল আলম হান্নান আরো বলেন, একই সময় “মেসার্স ফারুক কনশট্রাকশন” নামের একটি ফেসবুক আইডি সরাসরি আমার পোস্টের নিচে এসে” তোরা মরন যে কখন যে কখন কিভাবে টের এ পাবি না” বলে কমেন্ট করে হুমকি দেন। এছাড়া ওই একই আইডি থেকে আবারো রিপলাই দিয়ে জানায়, তুই ভাটা মালিক দের হাতেই মরবি”
এমন ঘটনার পর আমি নিজের জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছি এবং ভবিষ্যতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো। তবে আমি অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমার প্রচেষ্টা অব্যাহত রাখবো। আমরা একটি নির্মল পরিবেশের রামগতি চাই।



0Share