নিজস্ব প্রতিনিধি: রায়পুর উপজেলার মিল্ক ভিটার দুগ্ধ শীতলীকরণ কারখানা ২ সপ্তাহ ধরে দুধ সংগ্রহ বন্ধ রেখেছে। এতে বিপাকে পড়েছেন ওই কেন্দ্রের অধীন ২৫টি সমিতির শতাধিক খামারি। স্থানীয়রা জানায়, মিল্কভিটা সমবায়ীদের কাছ থেকে দুধ ক্রয় করে উপজেলার মিতালী বাজারের কারখানায়
প্রক্রিয়াজাত শেষে ঢাকার মিরপুরে প্রধান কারখানায় পাঠায়।
কিন্তু কেন্দ্রের যন্ত্রপাতি নতুন ভবনে স্থানান্তর করার জন্য ২০ জুলাই থেকে সমবায়ী খামারিদের কাছ থেকে দুধ নেওয়া বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
খামারিরা জানান, মিল্ক ভিটা দুধ না নেওয়ায় স্থানীয় বাজারে সে দুধ অল্প দামে বিক্রি করতে হয়। এতে তারা ক্ষতির সম্মুখিন হচ্ছেন।
অন্যদিকে কারখানার ব্যবস্থাপক আক্তার হোসেন জানান, কারখানাটি নিজেদের ভবনে স্থানান্তর করা হবে। ঢাকার কার্যালয় থেকে টেকনিশিয়ান এসে স্থানান্তরের কাজ শুরু করবেন।
0Share