জামাল উদ্দিন রাফি: যানজটে স্থবির হয়ে পড়েছে লক্ষ্মীপুর জেলা শহর। মূলত ঈদুল আযহা ও দূর্গাপূজা কে ঘিরেই এ যানজট। উৎসবের দিন গুলো যতই ঘনিয়ে আসছে ততই ব্যস্ত হয়ে পড়ছে শহরের প্রধান সড়কসহ অলিগলির সব রাস্তা।
বিশেষ করে লক্ষ্মীপুর শহরের দক্ষিন ষ্টেশন থেকে শুরু করে নতুন গরু বাজার পর্যন্ত আবার প্রেসক্লাব থেকে শুরু করে চকবাজার পর্যন্ত এ সড়ক গুলোতে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে ।
যানজটের কারণ সর্ম্পকে লক্ষ্মীপুর সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র মতিউর রহমান বলেন, মুসলমানদের পবিত্র ঈদুল আযহার পাশাপাশি এবার রয়েছে হিন্দু ধর্মালম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা। দু উৎসবের কেনাকাটায় মূলত ছোট শহরটা ব্যস্ত হয়ে পড়ছে।
তাছাড়া প্রধান সড়কে অতিরিক্ত রিকসা চলাচলের কারণে নতুন যানজট তৈরি হচ্ছে বলে মনে করছে কেনাকাটায় ব্যস্ত তরুনী সুর্বনা ।
এ দিকে যানজট নিরসনের উপায় সর্ম্পকে পৌর কতৃপক্ষের কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে ট্রাফিক পুলিশের এক এসআই বলেন, যানজট নিরসনে ইত্যেমধ্যে ইজিবাইক (অটোরিকসা) তুলে দেওয়া হয়েছে। রিকসার বিষয়ে পৌর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিলে কার্যকর করা হবে।
জানা যায় হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দূর্গাপূজা শুরু হয়েছে ৩০ সেপ্টেম্বর থেকে শেষ হবে ৩ অক্টোবর। অন্যদিকে ঈদুল আযহা ৬ অক্টোবর। তাই পূজা আর ঈদের কেনাকাটায় ব্যস্ত এ নগরিতে বাড়তি যানজটে নাকাল হচ্ছে জেলা শহরবাসী।
0Share