সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুরে সুপারি পচাঁতে পরিবেশ দুষণ

রায়পুরে সুপারি পচাঁতে পরিবেশ দুষণ

রায়পুরে সুপারি পচাঁতে পরিবেশ দুষণ

তাবারক হোসেন আজাদ, রায়পুর: রায়পুর উপজেলার অধিকাংশ খাল, পুকুর, ডোবা ও ডাকাতিয়া নদীর পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। পানির দূর্গন্ধে মানুষের দূর্ভোগ দিন-দিন বেড়ে

চলছে। পানিতে সুপারি ভিজানোর কারণে পানি দূষিত হয়ে মরে যাচ্ছে ডাকাতিয়া নদী, খাল ও ডোবার ছোট ছোট মাছ। দূষিত পানি ব্যবহারে প্রতিনিয়ত চর্মরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ।

এদিকে চলতি বছর সরকারি ভাবে মৎস্য অফিসের উদ্যেগে ডাকাতিয়া নদী, খাল ও ডোবায় লক্ষ লক্ষ টাকার মাছের পোণা অবমুক্ত করা হয়। কিন্তু সুপারি ভিজানোর কারণে অবমুক্ত পোনার ফলা ফল কোন কাজেই আসেনি। অবমুক্ত করা লাখ লাখ টাকার পোন সুপারী ভিজানুর ফলে মরে গেলেও এসব ব্যবসায়ীদের বিরেুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষে থেকে কোন ব্যবস্থাও নেওয়া হচ্ছে না।

সরেজমিনে দেখা যায়, পৌরসভার তফদার বাজার হয়ে বাংলাবাজার সড়কে, চরমোহনা, রায়পুর, বামনী, চরপাতা, কেরোয়া, চরআবাবিল, চরবংশী ইউনিয়নের গ্রামগুলোর অধিকাংশ ডাকাতিয়া নদী, খাল, পুকুর, ডোবায় সুপারী ভিজিয়েছেন অসাধু ব্যক্তিরা। বছরের পর বছর ধরে লক্ষ লক্ষ কাহন সুপারী পানিতে ভিজানোর কারণে তা নষ্ট হয়ে গিয়ে দূর্গন্ধে পরিবেশ দুষণসহ মৎস্য অফিস থেকে অবমুক্ত করা মাছের পোনাগুলো মরে যাচ্ছে। এছাড়াও এলাকার মানুষের পক্ষে বসবাস করাও বর্তমানে দায় হয়ে পড়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সুপারী ব্যবসায়ী জানান, মৌসুমের শুরুতে আমরা বেশি লাভের আশায় পানিতে সুপারী ভিজানোর পর এপ্রিল-মে মাসে তা দ্বিগুন দামে বিক্রি করতে পারি। এজন্য এ ব্যবসার দিকে এখানকার ব্যবসায়ীরা বেশ আগ্রহী হয়ে পড়ে। কে-কী বললো তা আমাদের দেখার বিষয় নয়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মাষ্টার আলতাফ হোসেন হাওলাদার জানান, উপজেলার বিভিন্নস্থালে নদী, খাল ও ডোবাগুলো দখল করে স্থানীয় কিছু অসাধু ব্যবসায়ী এ জঘন্ন কাজ করছেন। তারা সুপারী কিনে নদী, খাল, পুকুর ও ডোবাতে ভিজিয়ে পানি ও পরিবেশ দুষণসহ অবমুক্ত করা ছোট-ছোট মাছগুলো মেরে ফেলছে।

রায়পুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোস্তফা খালেদ বলেন, কয়েকদিন ধরে চর্মরোগ, ডায়রিয়াসহ পানিবাহিত রোগীর সংখ্যা বেড়ে চলছে। পানিতে সুপারি ভেজানোর ফলে তা ব্যবহারের কারণে এ ধরনের রোগীর মানুষের শরীরে দেখা দেয়। এছাড়াও পানি দূষিত হয়ে মশার বংশবিস্তার বৃদ্ধি পাচ্ছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ বলেন, জনসাধারণের জন্য মৎস্য বিভাগ থেকে বিভিন্নস্থানে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। তাই ডাকাতিয়া নদী, খাল, পুকুর ও ডোবাতে সুপারী না ভিজানোর জন্য ব্যবসায়ীদেরকে সর্তক করা হয়েছিল।

কিন্তু তারা তা না শুনায় পরিবেশ দুষণ ও পানি নষ্ট হয়ে মাছ মরে যাচ্ছে। মাছের প্রজণন ক্ষমতাও কমে যাচ্ছে। এতে মৎস্যজীবি সম্প্রদায় বর্তমানে বেকায়দায় পড়ছে ও ভবিষৎতে পড়বে। দূষিত পানি ব্যবহার করে চর্মরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। মাসিক মিটিংয়ে এ সংক্রান্ত সমস্যগুলোর আলচনা করে নির্বাহী কর্মকর্তা ভ্রমমান আদালত পরিচালনার করে জেল ও জরিমান বিধার করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শারমিন আলম বলেন, পানিতে সুপারি ভিজিয়ে পরিবেশ দূষণ ও মাছ মরে যাওয়ার ঘটনা জঘন্য আপরাধ। নদী, খাল, ডোবায় সুপারি না ভিজানোর জন্য বিভিন্ন এলকায় মাইকিং করে বলা হয়েছে। এর পরেও যদি কোন অসাধু ব্যবসায়ীদের নদী, খাল, ডোবায় সুপারি ভিজান তা হলে ভ্রমমান আদালত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সমস্যা | প্রত্যাশা আরও সংবাদ

দেবে গেছে মেঘনা তীর রক্ষা বাঁধের ব্লক, আতঙ্কে স্থানীয়রা

রামগতিতে টানা বৃষ্টিতে সড়ক ধসে যান চলাচল বন্ধ

অবৈধ দখল আর দূষণে রামগতির জনগুরুত্বপূর্ণ খালটি প্রায় মৃত

অবৈধ যন্ত্রদানব বন্ধের দাবীতে কমলনগরে সড়ক অবরোধ

গরমের শুরুতে রামগতিতে ভয়াবহ লোডশেডিং, ভোগান্তিতে উপকূলের গ্রাহক

রামগতির চরাঞ্চলের ৩৪ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2025
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com