সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
২৪ ঘন্টারও বেশি সময় লক্ষ্মীপুর- ভোলা ফেরি রুট বন্ধ

২৪ ঘন্টারও বেশি সময় লক্ষ্মীপুর- ভোলা ফেরি রুট বন্ধ

২৪ ঘন্টারও বেশি সময়  লক্ষ্মীপুর- ভোলা ফেরি রুট বন্ধ

নিজস্ব প্রতিনিধি: ঝড়ে কারণে ভোলা-লক্ষ্মীপুর রুটের ফেরি চলাচল বন্ধ হওয়ার ২৪ ঘণ্টা পরও চালু হয়নি। এ কারণে দুপাড়ে শতশত যানবাহন আটকে আছে। যাত্রীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।ভোলার ইলিশা ফেরিঘাটের

র‌্যাম ঝড়ে বিধস্ত হয়ে সোমবার সকালে এই রুটের ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। বিআইডব্লিউটিসির ভোলা ফেরি সার্ভিসের সহকারী ব্যবস্থাপক সিহাব উদ্দিন জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কালবৈশাখী ঝড়ের সময় প্রচণ্ড ঢেউ আর বাতাসে ইলিশা ফেরিঘাটের র‌্যাম ছিঁড়ে নদীতে পড়ে যায়।

এ সময় লক্ষ্মীপুর থেকে আসা বিআইডব্লিউটিসির ফেরি কস্তুরীতে থাকা ১৩টি যানবাহন ইলিশা ঘাটে ফেরি থেকে নামতে পারেনি। এ কারণে ইলিশা থেকে কোনো ফেরি লক্ষ্মীপুর যেতে পারছে না এবং লক্ষ্মীপুর থেকেও কোনো ফেরি ছাড়ছে না।

ফেরিঘাটের র‌্যাম সংস্কারের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জরুরি বেতার বার্তা পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বিআইডব্লিউটিএ-এর সারেং মো. আবুল হোসেন জানান, ঝড়ে ছিঁড়ে যাওয়া র‌্যাম সংস্কারের জন্য বরিশালের বিআইডব্লিউটিএ-এর উপ পরিচালক মো. শাহজাল হককে জানানো হয়েছে।

তবে কখন র‌্যাম মেরামত সম্পন্ন হবে তা তিনি নিশ্চিত করতে পারেননি।

ফেরি ইনচার্জ আবু আলম ভুইয়া মঙ্গলবার সকালে জানান, বিধ্বস্ত র‌্যাম এখনো ঠিক হয়নি। ১৩টি যানবাহনসহ ফেরি কস্তরী এখনও ঘাটের কাছে নদীতে অবস্থান করছে।

ওই ফেরির যাত্রীরা নেমে ট্রলারযোগে চলে গেছেন বলে জানান তিনি।

সমস্যা | প্রত্যাশা আরও সংবাদ

দেবে গেছে মেঘনা তীর রক্ষা বাঁধের ব্লক, আতঙ্কে স্থানীয়রা

রামগতিতে টানা বৃষ্টিতে সড়ক ধসে যান চলাচল বন্ধ

অবৈধ দখল আর দূষণে রামগতির জনগুরুত্বপূর্ণ খালটি প্রায় মৃত

অবৈধ যন্ত্রদানব বন্ধের দাবীতে কমলনগরে সড়ক অবরোধ

গরমের শুরুতে রামগতিতে ভয়াবহ লোডশেডিং, ভোগান্তিতে উপকূলের গ্রাহক

রামগতির চরাঞ্চলের ৩৪ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2025
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com