নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী, দিঘলী, মান্দারী, দত্তপাড়া ও পাবর্তীনগর ইউনিয়নের প্রায় দেড় লক্ষাধিক লোক রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত তিনদিন বিদ্যুৎবিহীন রয়েছে। প্রবল ঝড় ও বৃষ্টিতে বিভিন্ন স্থানে বিদ্যুতের ৭৭টি পিলার ভেঙে যাওয়ারও খবর পাওয়া গেছে।
এ ব্যাপারে লক্ষ্মীপুর পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার শাহজাহান কবির মঙ্গলবার সকালে জানান, গত রোববার ভোরে হঠাৎ করে ব্যাপক ঝড়ে সদর উপজেলার ৫ ইউনিয়নসহ বিভিন্ন স্থানে ৭৭টি বিদ্যুতের খুঁটি ভেঙে যায়। ফলে বিভিন্ন ইউনিয়নে গত রোববার থেকে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে।
এ জন্য পুনঃসংযোগ স্থাপনের জন্য কর্মকর্তারা কাজ করছে এতে আরও ২-৩ দিন সময় লাগবে বলে তিনি জানান।
বশিকপুর থেকে গৃহবধূ শারমিন আক্তার মঙ্গলবার ১২টার দিকে জানান,বিদ্যুত না থাকার কারণে বাড়িতে ফ্রিজে রাখা সব মালামাল পচেঁ যাচ্ছে।
সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম বেলাল হোসেন জানান, ইউনিয়নের পশ্চিম বটতলী, সৈয়দপুর, গনেশ্যামপুরসহ বিভিন্ন গ্রামে বিদ্যুতের ২-৩টি খুঁটি ভেঙে ও হেলে পড়েছে। এ ছাড়া বিভিন্ন গাছের ডাল পড়ে তারও ছিঁড়ে গেছে।
কিন্তু বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা মঙ্গলবার পর্যন্ত লাইন মেরামতে উদ্যোগ নেননি।
দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল হোসেন জানান, ঝড়ে ইউনিয়নের দূর্গাপুর, সানকি ভাঙ্গা, পূর্ব দিঘলীসহ বিভিন্ন গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছে।
লক্ষ্মীপুর পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার শিবু লাল বসু জানান, বিচ্ছিন্ন বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ মেরামতের উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্যে কয়েক ইউনিয়নে কাজ শুরু হয়েছে। পুরো শেষ করতে আরও সময় লাগবে। এতে গ্রামবাসীদের ধৈয্য ধরার অনুরোধ জানিয়েছেন তিনি।
0Share