প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় দেশব্যাপী পিপিআর রোগ নির্মূলের লক্ষ্যে ৩০ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত উপজেলার সকল ইউনিয়নে বিনামূল্যে ছাগল-ভেড়ার পিপিআর রোগের টিকা প্রদান ক্যাম্পেইন চলছে।
রোববার উপজেলার বড়খেরী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত বিনামূল্যে ছাগল-ভেড়ার পিপিআর রোগের টিকা প্রদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
উক্ত ক্যাম্পেইনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ, বড়খেরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান মাকসুদ মিজান ও সাংবাদিক মিসু সাহা নিক্কন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. নজরুল ইসলাম বলেন, ছাগল ও ভেড়ার ভাইরাসজনিত সংক্রামক রোগ পেস্ট ডেস পেটিটস রুমিন্যান্টস (পিপিআর) বা গোট প্লেগ নিয়ন্ত্রণের জন্য নতুন উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ৯ অক্টোবর পর্যন্ত উপজেলার সকল ইউনিয়নে চলবে বিনামূল্যে ছাগল-ভেড়ার পিপিআর রোগের টিকা প্রদান ক্যাম্পেইন কার্যক্রম।এ ক্যাম্পেইনের মাধ্যমে গবাদি পশুকে অনাকাঙ্ক্ষিত মৃত্যুর হাত থেকে রক্ষা করা যাবে।
76Share