সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
ইলিশ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মেঘনায় মাছ ধরা নিষিদ্ধ

ইলিশ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মেঘনায় মাছ ধরা নিষিদ্ধ

0
Share

ইলিশ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মেঘনায় মাছ ধরা নিষিদ্ধ

মিসু সাহা নিক্কন: জাটকা সংরক্ষণ ও ইলিশ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ১৫ দিনের জন্য মেঘনা নদীতে সব ধরনের ইলিশ ধরা নিষিদ্ধ করেছে মৎস্য অধিদফতর।সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টার সময় রামগতি উপজেলা পরিষদ মিলনায়তনে ইলিশ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে আলোচনা সভা করা হয়েছে। উপজেলা নির্বাহী

কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াহেদ।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহাম্মদ উল্ল্যা সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান মীর মর্জিনা বেগম।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ, কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার মো: মান্নান, বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো: শাহজাহান, ০৮ নং বড়খেরী ইউপি চেয়াম্যান হাসান মাহমুদ ফেরদৌস, ০৯ নং চরগাজী ইউপি চেয়াম্যান মীর আক্তার হোসেন বাচ্চু, অনান্য ইউপি চেয়াম্যানগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

সভায় বলা হয়েছে, আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১০০ কিলোমিটার অভয়াশ্রমের প্রায় পাঁচ জেলায় এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এ-সংক্রান্ত নির্দেশনা সংশিষ্ট জেলা মৎস্য অফিসে পাঠানো হয়েছে। এ সময়ে কেউ ইলিশ ধরলে তাকে কঠোর আইনের আওতায় আনা হবে।

এ বিষয়ে উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা খোরশেদ আলম বলেন, অভিযান চলাকালে নদীতে কেউ মাছ শিকার করলে বা সহযোগীতার হাত বাড়িয়ে দিলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে। এ কর্মসূচি বাস্তবায়নে এরই মধ্যে উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়েছে। এছাড়া জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলার নদীতীরবর্তী এলাকায় অবহিতকরণ সভা করা হয়েছে।

এ বিষয়ে মৎস্য অধিদফতরের মৎস্য সংরক্ষণ কর্মকর্তা মো: হাসানুল হক বলেন, অভয়াশ্রম এলাকা হিসেবে চাঁদপুর, ভোলা, লক্ষ্মীপুর, পটুয়াখালী ও শরীয়তপুর জেলার অভয়াশ্রমে মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে।

উল্লেখ্য: লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে রায়পুরের হাজিমারা পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার এলাকায় এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এ সময় মাছ ধরা থেকে জেলেদের বিরত রাখার জন্য কোস্টগার্ড ও পুলিশ অভিযান পরিচালনা করবে।

কৃষি | অর্থনীতি আরও সংবাদ

রামগতিতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

ডাকাতিয়া নদ ও খালে পানি নেই | বোরো নিয়ে চিন্তায় চাঁদপুর ও লক্ষ্মীপুরের কৃষকরা

জাটকা নিধন বন্ধে মেঘনায় নৌ র‌্যালি

রামগতিতে বোট নিবন্ধনের লক্ষ্যে জেলেদের নিয়ে কর্মশালা

অবৈধ জাল অপসারণে রামগতিতে বিশেষ অভিযান

রামগতিতে অবৈধ জাল পুড়িয়ে বৈধ জাল বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Editor & Publisher: Sana Ullah Sanu
Ratan Plaza(3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com