সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
লক্ষ্মীপুর জেলাব্যাপী ৬৫টি পশুর হাট

লক্ষ্মীপুর জেলাব্যাপী ৬৫টি পশুর হাট

লক্ষ্মীপুর জেলাব্যাপী ৬৫টি পশুর হাট

ইদুল আযহাকে সামনে রেখে লক্ষ্মীপুর জেলাব্যাপী এখন পশুর হাট জমজমাট। কোরবানী পশুর কেনা বেচা আর হাট নিয়ে রাস্তাঘাট, দোকানপাঠ সবখানেই আলাপ আলোচনা রয়েছে ।

জেলা প্রাণী সম্পদ বিভাগ গত কয়েক বছরের পরিখ্যান দিয়ে জানিয়েছে লক্ষ্মীপুর জেলা ব্যাপী প্রতি বছর গড়ে প্রায় ৫০ থেকে ৬০ হাজার পশু কোরবানি হয়।

এ পশুগুলোর বেশির ভাগই এখন লক্ষ্মীপুর জেলায় উৎপাদিত হয়। আবার কিছু পশু বিভিন্ন জেলা থেকে ব্যাপারিরা এনে স্থানীয় হাটে বিক্রি করেন।

ইদুল আযহার কয়েক দিন আগে পশু ক্রয় বিক্রয়ের নিয়মিত বাজারের পাশাপাশি কিছু অস্থায়ী পশুর হাট বসে ।

লক্ষ্মীপুর স্থানীয় সরকার বিভাগের সুত্রে জানা গেছে জেলায় এ বছর ৬৫টি বাজারে বিক্রি হচ্ছে কোরবানির পশু। এর মধ্যে স্থায়ী পশুর হাট ১০টি এবং অস্থায়ী ৫৫ টি ।

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সকল পাঠকদের জন্য আজ লক্ষ্মীপুর জেলার পশুর হাটগুলোর তথ্য উপজেলা ভিত্তিক জানিয়ে দিচ্ছি।

প্রথমেই জানাচ্ছি লক্ষ্মীপুর সদর উপজেলার স্থায়ী ও অস্থায়ী পশুর হাটের তথ্য।

লক্ষ্মীপুর সদর উপজেলায় মোট পশুর হাট রয়েছে ২০টি। এর মধ্যে স্থায়ী হাট ৩টি বাকি ১৭টি হাট অস্থায়ী।

হাটগুলো হলো:

লক্ষ্মীপুর পৌরগরু বাজার

উত্তর হামছাদি ইউনিয়নের বিজয়নগর মিঝি বাড়ি সংলগ্ন মাঠ

দালাল বাজার ইউনিয়নের কামানখোলা বাজার ও দালাল বাজার

পার্বতীনগর ইউনিয়নে সোনাপুর সমবায় মার্কেট

বাঙ্গাখাঁ ইউনিয়নে জকসিন বাজার

বশিকপুর ইউনিয়নে পোদ্দার বাজার ইউনিয়ন পরিষদ সংলগ্ন বালুর মাঠ এবং
নাগেরহাট গরুর বাজার

দত্তপাড়া ইউনিয়নে দত্তপাড়া বাজার এবং মোল্লারহাট বাজার

চন্দ্রগঞ্জ ইউনিয়নের চন্দ্রগঞ্জ বাজার এবং কামারহাট বাজার

চরশাহী ইউনিয়নে হাটখোলা বাজার

দিঘলী ইউনিয়নের দিঘলী বাজার

মান্দারী ইউনিয়নের আমিন বাজার

লাহারকান্দি ইউনিয়নে কুতুবপুর হাদু কোম্পানীর ব্রীক ফিল্ড মাঠ

ভবানীগঞ্জ ইউনিয়নের ভবানীগঞ্জ বাজার

চররমনীমোহন ইউনিয়নে মজুচৌধুরী হাট ও করাতির বাজার এবং টুমচর ইউনিয়নে টুমচর বাজার

রায়পুর উপজেলায় মোট পশুর হাট রয়েছে ৯টি। এর মধ্যে স্থায়ী ১টি এবং অস্থায়ী পশুর হাট ৮টি ।

হাটগুলো হলো:

উত্তর চর আবাবিল ইউনিয়নের হায়দরগঞ্জ বাজার

উত্তর চরবংশী ইউনিয়নের খাসের হাট বাজার

সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ী বাজার, রাখালিয়া বাজার

চরপাতা ইউনিয়নের বর্ডার বাজার

কেরোয়া ইউনিয়নের মীরগঞ্জ বাজার

বামনী ইউনিয়নের কাফিলাতলী বাজার ও কাজীর দিঘীর পাড়

দক্ষিণ চরবংশী ইউনিয়নের হাজিমারা বাজার

এবং রায়পুর পৌরসভার আশরাফগঞ্জ বাজার

রামগঞ্জ উপজেলায় মোট পশুর হাট রয়েছে ১৪টি। এর মধ্যে স্থায়ী ২টি এবং অস্থায়ী হাট ১২টি ।

হাটগুলো হলো:

নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও বাজার এবং পানিয়ালা বাজার

ভাদুর ইউনিয়নের সিরন্দি বাজার

চন্ডিপুর ইউনিয়নের চন্ডিপুর মাছিমপুর বাজার এবং চন্ডিপুর বকুলতলা বাজার

লামচর ইউনিয়নের পানপাড়া বাজার

দরবেশপুর ইউনিয়নের মাঝিরগাঁও বাজার এবং সমিতির বাজার

করপাড়া ইউনিয়নের শ্যামপুর বাজার

ভোলাকোট ইউনিয়নের নাগমুদ বাজার

ভাটরা ইউনিয়নের ভাটরা বাজার ও দল্টা বাজার

এবং সোনাপুর বাজার।

রামগতি উপজেলায় মোট পশুর হাট রয়েছে ১২টি। এর মধ্যে স্থায়ী হাট ১টি এবং অস্থায়ী ১১টি হাট।

হাটগুলো হলো:

চর বাদাম ইউনিয়নের কেরামতিয়া বাজার

পোড়াগাছা ইউনিয়নের চরপোড়াগাছা বাজার, আজাদনগর বাজার এবং হাজীগঞ্জ বাজার

চর আলগী ইউনিয়নের রামদয়াল বাজার, সুফীরহাট বাজার

চর রমিজ ইউনিয়নের, বিবিরহাট বাজার এবঙ চৌধুরী বাজার

বড়খেরীতে রামগতির হাট

চর আলেকজান্ডার ইউনিয়নের জনতা বাজার

এবং রামগতি পৌরসভায় আলেকজান্ডার বাজার ও জমিদারহাট বাজার

কমলনগর উপজেলায় মোট পশুর হাট রয়েছে ৯টি। এর মধ্যে স্থায়ী হাট ৩টি এবং অস্থায়ী হাট ৬টি।

হাটগুলো হলো

চর লরেঞ্চ ইউনিয়নের চরলরেঞ্চ খাসের হাট বাজার

চর মার্টিন ইউনিয়নের মুন্সিগঞ্জ বাজার

চর কালকিনি ইউনিয়নের মতিরহাট বাজার

পাটারিরহাট ইউনিয়নের খায়েরহাট বাজার

হাজিরহাট ইউনিয়নের হাজিরহাট বাজার ও করুনানগর বাজার

চর কাদিরা ইউনিয়নে ফজুমিয়ার হাট বাজার এবং চর বসু বাজার

এবং তোরাবগঞ্জ ইউনিয়নের তোরাবগঞ্জ বাজার।

উপরোক্ত সবগুলো বাজারের মধ্যে ছাগলের জন্য জেলার সবচেয়ে বড় বাজার কমলনগরের হাজিরহাট।

মহিষ পাওয়া যায়, লক্ষ্মীপুর পৌরগরু বাজার, মজুচৌধুরী হাট , করাতিরহাট এবং রামগতির বিবিরহাট বাজারে।

আর সারাবছর বাচ্চা গরু ক্রয় বিক্রয়ের জন্য বিখ্যাত বশিকপুর ইউনিয়নের নাগেরহাট বাজার।

লক্ষ্মীপুর জেলার পশু হাটের তথ্য সংবলিত এ সংবাদটি আপনার ফেসবুক, ইউটিউব কিংবা টুইটারের একাউন্টে শেয়ার দিয়ে রাখুন।

ডেস্ক প্রতিবেদন। লক্ষ্মীপুরটোয়েন্টিফোর । লক্ষ্মীপুর

কৃষি | অর্থনীতি আরও সংবাদ

রামগতিতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

ডাকাতিয়া নদ ও খালে পানি নেই | বোরো নিয়ে চিন্তায় চাঁদপুর ও লক্ষ্মীপুরের কৃষকরা

জাটকা নিধন বন্ধে মেঘনায় নৌ র‌্যালি

রামগতিতে বোট নিবন্ধনের লক্ষ্যে জেলেদের নিয়ে কর্মশালা

অবৈধ জাল অপসারণে রামগতিতে বিশেষ অভিযান

রামগতিতে অবৈধ জাল পুড়িয়ে বৈধ জাল বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Editor & Publisher: Sana Ullah Sanu
Ratan Plaza(3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com