নিজস্ব প্রতিনিধি: এবারের কোরবানীতে লক্ষ্মীপুরে প্রায় ২০ হাজার পশু কোরবানী হচ্ছে। জেলার ৫টি উপজেলার মধ্যে সদরে প্রায় ৫ হাজার,রামগঞ্জে ৫ হাজার ৫শত,রায়পুরে ৪হাজার ৯শত,রামগতিতে ৩ হাজার এবং কমলনগর উপজেলায় প্রায় ২ হাজার ৫শত পশু জবাই হচ্ছে। ইসলামীক ফাউন্ডেশান,জাতীয় ইমাম সমিতি এবং প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সমিতির সূত্র মতে এ তথ্য পাওয়া গেছে। গত কয়েক দিনে জেলার বেশির ভাগ হাটই কোরবানির পশুতে ভরে গেছে। নির্দিষ্ট মাঠ ছাড়াও আশপাশের রাস্তাঘাট ও অলিগলি ছাড়িয়ে গেছে গরু, ছাগল, মহিষ, ভেড়ায়। এবার ভারত, পাকিস্তান, নেপাল ও বার্মা থেকে প্রচুর পশু ঢুকছে বিধায় হাটগুলোতে কোরবানির পশু সরবরাহ রেকর্ড ছাড়িয়েছে।
0Share