নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় লক্ষ্মীপুরের রামগতিতে উদ্বোধন করা হয়েছে ৩ দিন ব্যাপী কৃষি মেলা-২০২৩।
মঙ্গলবার (১১ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে ওই মেলার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। উপজেলা প্রশাসনের সহযোগিতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মেলার আয়োজন করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম শান্তুনু চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. মোঃ জাকির হোসেন।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ।
সভায় বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র এম মেজবাহ উদ্দিন মেজু, উপজেলা আ’লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ মুরাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. রাহিদ হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা ফারুক।
এসময় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ রিয়াজ উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হযরত আলী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, কৃষক, নার্সারীর মালিক, স্কুল-মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী সহ প্রমুখ।
অনুষ্ঠানে আগত অতিথিগণ মেলার ষ্টল পরিদর্শন শেষে কৃষক ও ছাত্র-ছাত্রীদের মধ্যে বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ করেন।
মেলায় নানান প্রজাতির গাছের চারা নিয়ে নার্সারী মালিকরা ষ্টল সাজিয়েছেন ৬ টি ও কৃষি দপ্তরের ৬ টি ষ্টল সহ মোট ১২ টি ষ্টল নিয়ে চলছে জমজমাট কৃষি মেলা-২০২৩। এ মেলা চলবে আগামী বৃহস্পতিবার (১৩ জুলাই) পর্যন্ত।
মিসু সাহা নিক্কন/বার্তা/07/23
0Share