‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৪ (১১-১৭মার্চ ‘
মিসু সাহা নিক্কন, রামগতি (লক্ষ্মীপুর) : ইলিশ রক্ষায় জাটকা নিধন না করার আহ্বান জানিয়ে লক্ষ্মীপুরের রামগতিতে আলোচনা সভা ও মেঘনা নদীতে নৌ র্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করেন।
সোমবার (১১ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৪(১১-১৭মার্চ)’ কার্যক্রম বাস্তবায়নে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় নৌপথে নৌ-র্যালি অনুষ্ঠিত হয়।
মেঘনা নদীতে র্যালিপূর্ব উদ্বোধনী অনুষ্ঠানে লক্ষ্মীপুরের জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন, বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ীর ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) ফেরদৌস আহম্মদ, জেলে প্রতিনিধি প্রমুখ।
এসময় বক্তারা বলেন, দেশের জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা, সচেতনতা বৃদ্ধি এবং জেলেদের জাটকা আহরণে নিরুৎসাহিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। স্থানীয় জেলে ও জেলে সম্প্রদায়ের প্রতিনিধিদের জাটকা না ধরার আহ্বান জানিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
মিসু সাহা নিক্কন/Barta-03-24
0Share