মৎস্যজীবীদের পর্যবেক্ষণ ও মূল্যায়ন বিষয়ক কর্মশালা
লক্ষ্মীপুরের রামগতিতে মৎস্যজীবীদের পর্যবেক্ষণ ও মূল্যায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের হল রুম মিলনায়তনে মঙ্গলবার (২৭ মে) দুপুরে শেষ ব্যাচের ওই কর্মশালা সমাপ্তি হয়। এরআগে বৃহস্পতিবার (২২ মে) সকালে ১ম ব্যাচের কর্মশালা শুরু হয়।
কর্মশালা চলাকালে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন, লক্ষ্মীপুর জেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন। রামগতির সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: সৌরভ-উজ-জামান এবং মেরিন ফিশারিজ অফিসার মো: রুহুল কবির।
এ সময় অনলাইনে যুক্ত ছিলেন সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের উপ-প্রকল্প পরিচালক মো. মিজানুর রহমান।
এছাড়াও দপ্তরের অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ কর্মশালায় দুই ব্যাচে ২ দিনে ৩০ জন করে মোট ৬০ জন সুফলভোগী মৎস্যজীবী অংশগ্রহণ করেন।
উক্ত কর্মশালায় জেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন এসডিএফ এর মৎস্যজীবী গ্রাম সমিতি তদারকির গুরুত্ব তুলে ধরেন।
জেলা মৎস্য কর্মকর্তা মো: বিল্লাল হোসেন প্রকল্প শেষে কি কি করনীয় তার দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এছাড়াও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: সৌরভ-উজ-জামান প্রকল্পের সার্বিক উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরেন এবং সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রোজেক্ট এর অর্থায়নে নির্মাণাধীন মৎস্য অবতরণ কেন্দ্রের অগ্রগতি তুলে ধরেন এবং এই প্রকল্পের আওতায় নৌযানে ৩০৬ টি জিএসএম ডিভাইস বিতরণের কথা উল্লেখ করেন।
0Share