সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
ভারতীয় গরুর কারণে দেশি গরু লালনকারীরা ন্যায্যমূল্য বঞ্চিত

ভারতীয় গরুর কারণে দেশি গরু লালনকারীরা ন্যায্যমূল্য বঞ্চিত

ভারতীয় গরুর কারণে দেশি গরু লালনকারীরা ন্যায্যমূল্য বঞ্চিত

লক্ষ্মীপুর : আসন্ন ঈদুল আযহা উপলক্ষে লক্ষ্মীপুর জেলায় বিভিন্ন পশু হাটে এবার দেশীয় গরুর চেয়ে ভারতীয় গরু বেশি এসেছে। এ কারণে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে দেশি গরু লালনকারীরা। লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের (রাজস্ব) শাখা সূত্রে জানা যায়, ঈদুল আযহা উপলক্ষে জেলায় মোট ৬০টি গরুর হাটের ইজারা দেওয়া হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ২০, রায়পুর উপজেলায় ১৬, রামগঞ্জ উপজেলায় ১৪, রামগতি ও কমলনগর উপজেলায় ১০ টি।

সরেজমিনে সদর উপজেলার মান্দারী, চন্দ্রগঞ্জ, ভবানীগঞ্জ, তেওয়ারীগঞ্জ, দিঘলী, দালাল বাজার, রায়পুর, হায়দরগঞ্জসহ বিভিন্ন বাজারে ঘুরে দেখা গেছে, প্রতিটি পশুর হাটে দেশীয় গরু-ছাগলের চেয়ে ভারতীয় গরু বাজার দখলে রেখেছে। এতে করে অধিকাংশ ক্রেতা কম দামে ভারতীয় গরু ক্রয় করছে।

জেলার একাধিক কৃষক জানান, ঈদ সামনে রেখে তারা কোরবানির হাটে বিক্রির জন্য সারা বছর ধরে দেশীয় গরু মোটাতাজা করেছেন। কিন্তু ভারতীয় গরুর কারণে তারা এখন দেশীয় গরু বিক্রি করতে পারছে না।

শেষ পর্যন্ত লাভজনক দামে দেশীয় গরু বিক্রি করতে পারবে কি না তা নিয়ে দেশীয় খামারিরা রয়েছে চরম আতঙ্কে।
দেশীয় গরুর ব্যবসায়ী মান্দারী আবদুর রহিম ও আবদুল কাদের অভিযোগ করে বলেন, প্রতিদিন ভারতের বিভিন্ন এলাকা দিয়ে বাংলাদেশে গরু আসছে। অধিকাংশ গরুই চোরাই পথে আসছে। এতে করে জেলার বিভিন্ন কোরবানির হাটগুলো ভারতীয় গরুর দখলে চলে গেছে।
লক্ষ্মীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোস্তফা আশরাফ জানান, সদর উপজেলার ১২৫ টি দেশীয় গরু খামার রয়েছে।
এর মধ্যে অধিকাংশ খামারী গরু বিক্রির জন্য হাট নিলেও ভারতীয় গরুর কারণে তারা দেশীয় গরুর ন্যায্য মূল্য পাচ্ছে না।

কৃষি | অর্থনীতি আরও সংবাদ

রামগতিতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

ডাকাতিয়া নদ ও খালে পানি নেই | বোরো নিয়ে চিন্তায় চাঁদপুর ও লক্ষ্মীপুরের কৃষকরা

জাটকা নিধন বন্ধে মেঘনায় নৌ র‌্যালি

রামগতিতে বোট নিবন্ধনের লক্ষ্যে জেলেদের নিয়ে কর্মশালা

অবৈধ জাল অপসারণে রামগতিতে বিশেষ অভিযান

রামগতিতে অবৈধ জাল পুড়িয়ে বৈধ জাল বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Editor & Publisher: Sana Ullah Sanu
Ratan Plaza(3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com