সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
রামগতিতে কৃষি মেলার উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ

রামগতিতে কৃষি মেলার উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ

রামগতিতে কৃষি মেলার উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ উপজেলায় মোট চার হাজার ৯০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় লক্ষ্মীপুরের রামগতিতে উদ্বোধন করা হয়েছে ৩ দিন ব্যাপী কৃষি মেলা-২০২৪।

রবিবার (১৪ জুলাই) বেলা ১০টায় উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে ওই মেলার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। উপজেলা প্রশাসনের সহযোগিতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মেলার আয়োজন করেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবদুল্লাহ আল মামুন।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ, পৌর মেয়র এম মেজবাহ উদ্দিন মেজু, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মীর মর্জিনা।

এসময় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু সাঈদ তারেক।

এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, কৃষক, নার্সারীর মালিক, স্কুল-মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী সহ প্রমুখ। অনুষ্ঠানে আগত অতিথিগণ মেলার ষ্টল পরিদর্শন শেষে কৃষক ও ছাত্র-ছাত্রীদের মধ্যে বিভিন্ন ফলজ গাছের চারা বিতরন করেন।

এরপর ক্ষুদ্র ও প্রান্তিক প্রত্যেক কৃষকদের মাঝে ৫ কেজি উফশী বীজ ও ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। এ উপজেলায় মোট ৪ হাজার ৯ শত কৃষকদের মাঝে এ প্রণোদনা বিতরণ করা হয়।

উল্লেখ্য: বিভিন্ন কন্দাল ফসলের একটি সুন্দর স্টল রাখা হয়। মেলায় নানান প্রজাতির গাছের চারা নিয়ে নার্সারী মালিকরা ষ্টল সাজিয়েছেন ১৩ টি ও কৃষি দপ্তরের ৩ টি ষ্টল সহ মোট ১৬ টি ষ্টল নিয়ে চলছে জমজমাট কৃষি মেলা-২০২৪। এ মেলা চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত।

মিসু সাহা নিক্কন/news editorজুলাই-২০২৪ইং

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

নার্সিং মহাপরিচালকের পদত্যাগের দাবিতে কমলনগরে মানববন্ধন

রান্না করা খাবার নিয়ে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা মেরাজ

মালেশিয়ার SMJ teratai sdn bhd (malaysis) অর্থয়ানে লক্ষ্মীপুরে ত্রান বিতরণ

রামগতির ক্ষতিগ্রস্থ ১৭০০ কৃষক পেলো কৃষি প্রণোদনা

রামগতির মেঘনায় অজ্ঞাত যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার

বানের জলে রিপোর্টারদের বিরামহীন ছুটে চলা

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Editor & Publisher: Sana Ullah Sanu
Ratan Plaza(3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com