নিজস্ব প্রতিনিধি: রামগতি উপজেলার সর্ববৃহৎ সেচ্ছাসেবী ছাত্র সংগঠন রামগতি স্টুডেন্ট কমিউনিটি ঢাকা (RSCD) এর উদ্যোগে দ্বিতীয় বারের মতো গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে । আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানটি জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যেমে অনুষ্ঠানটির উদ্ভোধন হয়। শাহাদাত হোসেন এবং মিথিলা ফারজানা’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আজগর আলী। প্রোগ্রামে সভাপতিত্ব করেন আর এসসিডি’র সভাপতি মিনহাজুল আবেদীন (শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ), এই সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে মোটিভেশন বক্তব্য দেন ঢাকা মেডিকেলের শিক্ষার্থী আবদুল্লাহ আল মাহমুদ, বুয়েট শিক্ষার্থী ইকবাল, মাকছুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়েরর শিক্ষার্থী হাসান ইবনে আব্দুল কাইয়ুম, মিরাজ , বিশ্ববিদ্যালয়েরর শিক্ষার্থী শাহ মাহমুদুল হাসান, আবু সুফিয়ান, সাজ্জাদ বাপ্পি, মুজাহিদুল অন্তর, অয়ন আহমেদ প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে আরএসসিডি’র সাধারণ সম্পাদক মাসুম সারোয়ার শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ এবং গণিত ভীতি দূর করার লক্ষ্যে প্রতি বছর এ ধরনের অলিম্পিয়াড আয়োজনের আশ্বাস দেন এবং সংগঠনের পরবর্তী কর্মসূচি (ইয়ুথ কনভেনশন) ঘোষণার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
অনুষ্ঠানে রামগতি উপজেলার প্রায় ১২০০ শিক্ষার্থী গণিত ও সাধারণ জ্ঞান প্রতিযোগীতায় অংশগ্রহণ করে। এদের মধ্যে থেকে চারটি বিভাগে ১০০ জনকে পদক এবং ২০০ জনকে আরএসসিডি গণিত অলিম্পিয়াড প্রশংসা পত্র দেওয়া হয়।



0Share