সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন কমলনগরের অদম্য মেধাবী কৃষক কন্যা শিমা

মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন কমলনগরের অদম্য মেধাবী কৃষক কন্যা শিমা

মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন কমলনগরের অদম্য মেধাবী কৃষক কন্যা শিমা

স্টাফ করেসপন্ডেন্ট | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর:

মেডিকেল ভর্তি পরীক্ষায় কুষ্টিয়া মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন লক্ষ্মীপুরের কমলনগরের অদম্য মেধাবী শিমা আক্তার। শিমার বাবা একজন সাধারণ কৃষক। পারিবারিক অভাব অনটন শিমাকে ধমাতে পারেনি। একজন কৃষক কন্যার এমন অসাধারণ কৃতিত্বে শিমাকে সংবর্ধণা দিয়েছে কমলনগর প্রেসক্লাব

শিমা আক্তার লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট  ইউনিয়নের চরজাঙ্গালিয়া গ্রামের মো. আলী আহাম্মদ পাটওয়ারীর মেয়ে। ৩ ভাই ৩ বোনের মধ্যে শিমা ৫ম। বাবা মোঃ আলী আহাম্মদ পাটওয়ারী কৃষি শ্রমিক হিসেবে অন্যের বাড়িতে কাজ করেন।

বুধবার ( ২২ জানুয়ারি) প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক আইয়ুব নগর ফাউন্ডেশনের সভাপতি হাজী সিরাজুল ইসলাম আইয়ুব। বিশেষ অতিথি ছিলেন, হাজিরহাট হামেদিয়া কামিল মাদ্রাসা সাবেক অধ্যক্ষ মাও জায়েদ হোছাইন ফারুকী ও হাজিরহাট উপকূল সরকারি কলেজ সাবেক অধ্যক্ষ আবদুল মোতালেব।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ফয়েজের সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,  হাজিরহাট উপকূল কলেজের অধ্যক্ষ জামাল উদ্দিন তালুকদার,  হাজিরহাট হামেদিয়া কামিল মাদ্রাসা অধ্যক্ষ মাও দেলওয়ার হোসেন, হাজিরহাট মিল্লাত সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাখাওয়াত হোসেন,  চরকালকিনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান বেলায়েত, লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর মো. আলমগীর হোসেন ।

সংবর্ধণা অনুষ্ঠানে এসে শিমা জানান, তার বাবা একজন সাধারণ কৃষক । ছোটবেলা থেকে মেডিকেলে পড়ার স্বপ্ন দেখতেন শিমা।তার স্বপ্নে বাঁধা ছিল সংসারের অভাব অনটন। কিন্ত নিজের মেধার জোরে তিনি জীবনে প্রথম ধাপ অতিক্রম করেছেন। কোনো বাধাই তার স্বপ্ন দমিয়ে রাখতে পারেনি। অবশেষে শিমা ২০২৪-২৫ শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষায় কুষ্টিয়া  মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।

শিমা আরো বলেন,“ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল ডাক্তার হবো। আর সেই লক্ষ্যে আমি লেখাপড়া চালিয়ে গিয়েছি। সরকারি মেডিকেলে চান্স পেয়ে সত্যিই খুব ভালো লাগছে। আমি প্রথমে মনে করেছি মেডিকেল কলেজে চান্স পেলেও আমার পক্ষে এ সাগর পাড়ি দেওয়া সম্ভব নয়। আজ প্রেসক্লাব আমার পাশে দাঁড়িয়েছে। এ জন্য আমি প্রেসক্লাবের সবার প্রতি কৃতজ্ঞ।  সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে একজন আদর্শবান ডাক্তার হতে পারি।”

সংবর্ধণা অনুষ্ঠানে  উপস্থিত চর কালকিনি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান বেলায়েত বলেন,“ শিমা ২০১৮ সালে আমাদের বিদ্যালয় থেকে ২০২১ সালে জিপিএ-৪.৮৯পেয়ে এসএসসি পাশ করেন। পরে লক্ষ্মীপুর সরকারি  কলেজ থেকে ২০২৩ সালে এইচএসসি পরীক্ষায়ও জিপিএ-৪.৮৩ পেয়ে উর্ত্তীন হন। সর্বশেষ এবার মেডিকেলে ভর্তি হবার সুযোগ পেয়েছে শিমা। তার এমন ভালো খবরে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাচ্ছি।

কমলনগর প্রেসক্লাবের সভাপতি ইউছুপ আলী মিঠু বলেন, শিমার মতো এমন একজন অদম্য মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধণা দিতে পেরে আমরা সাংবাদিক পরিবার ধন্য। আমরা আশা করি কমলনগেরর এ রকম যে কোন অদম্য মেধাবির পাশে আছে কমলনগরের সাংবাদিক সমাজ।

শিক্ষা আরও সংবাদ

মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন কমলনগরের অদম্য মেধাবী কৃষক কন্যা শিমা

লক্ষ্মীপুরের দালালবাজার এনকে উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন

লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষের অপসারণ চান শিক্ষকরা

লক্ষ্মীপুরে ৭ দিন ব্যাপি জীবন রক্ষাকারী সাঁতার প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন

নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত

রামগতি বি.বি.কে ২০০৭ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2025
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com