নিজস্ব প্রতিনিধি | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর
লক্ষ্মীপুরের উত্তরাঞ্চলে বিদেশী ভাষার শিক্ষার বিশেষ প্রোগ্রাম ফ্রি স্পোকেন ইংলিশ কোর্সের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় দাতব্য প্রতিষ্ঠান বদিউজ্জামান শিক্ষা ও সেবা কেন্দ্র এ অনুষ্ঠানের আয়োজন করে।
শনিবার বিকেলে বদিউজ্জামান শিক্ষা ও সেবা কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মোঃ আক্তার হোসেন। সিলেট ক্যাডেট কলেজ ও বিকেএসপির সাবেক অধ্যক্ষ লেঃ কর্ণেল রুহুল আমিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনএসআইয়ের সাবেক পরিচালক এম শামছুল আমিন, লক্ষ্মীপুর জেলা মাদক দ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক শুব্রত সরকার শুভ , সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ দিদার হোসেন, এনএসআইয়ের লক্ষ্মীপুর জেলা পরিচালক মোঃ গোলাম কিবরিয়া, লক্ষ্মীপুর সদর থানার ওসি আবদুল মুনাফ, খিলবাইছা রহমানিয়া ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা হুমায়ুন কবির, বদিউজ্জামান শিক্ষা ও সেবা কেন্দ্রের সভাপতি ডাঃ মোঃ নজরুল ইসলাম পরান, সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন ।
স্থানীয়ভাবে জানা গেছে লক্ষ্মীপুর উপজেলার খিলবাইছা এলাকার স্থায়ী বাসিন্দা ও বিশিষ্ট শিক্ষানুরাগী এবং সমাজ সেবক মরহুম বদিউজ্জামান কর্মজীবনের শুরুতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্পাদিত নওরোজ পত্রিকার প্রুপ রিডার পদে কর্মরত ছিলেন। স্বাধীনতার পর তিনি লক্ষ্মীপুর এসে ছাপাখানার ব্যবসা শুরু করেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সেবায় নিজকে যুক্ত করেন।
মরহুম বদিউজ্জামানের চারজন ছেলেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রী শেষ করে দেশের বিভিন্ন সেক্টরের গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করেছেন। ১৯৯৭ সালে এ মহান ব্যক্তি মৃত্যুবরণ করেন। পরে তার চার জন ২০০০ সালে ছেলে বাবার নামে নিজ গ্রামে চালু করেন বদিউজ্জামান শিক্ষা ও সেবা কেন্দ্র।
এ প্রতিষ্ঠানের মাধ্যমে সকালের মক্তব, নৈশকালীন আরবি শিক্ষা, চিকিৎসা কেন্দ্র , মানবতার দেয়াল, পাঠাগার, পাবলিক কবরস্থান ইত্যাদি পরিচালনা করা হচ্ছে।
মরহুম বদিউজ্জামানের ছেলে ও এনএসআইয়ের সাবেক পরিচালক এম শামছুল আমিন বলেন, এলাকার তরুণ ও যুবকদের মাঝে ইংরেজি শিক্ষার প্রসারের লক্ষ্যে বর্তমানে চালু করা হয়েছে ফ্রি স্পোকেন ইংলিশ কোর্স।
53Share