হাসিবুর রশীদ, লক্ষ্মীপুর | শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তুলতে লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বিজ্ঞান উৎসব। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজন করে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ।
অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। পরে তিনি বিভিন্ন স্টল পরিদর্শন করে শিক্ষার্থীদের তৈরি উদ্ভাবন ঘুরে দেখেন এবং তাদের উৎসাহ প্রদান করেন।
জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, “আমাদের কুসংস্কার থেকে বের হয়ে আসতে হলে বিজ্ঞানমনস্ক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। বর্তমানে যে জাতি বিজ্ঞানে যত বেশি উন্নত, সেই জাতিই বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। আর যারা বিজ্ঞান বিমুখ, তারা পৃথিবীতে পিছিয়ে পড়ছে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা ও উপাধ্যক্ষ মো. হাবিবুর রহমান সবুজ প্রমুখ।
জানা যায়, এবারের বিজ্ঞান উৎসবে অর্ধশতাধিক স্টলে অংশ নেয় প্রায় ছয় শতাধিক শিক্ষার্থী। তারা নিজ নিজ উদ্ভাবন ও প্রজেক্ট প্রদর্শনের মাধ্যমে বিজ্ঞানের প্রতি নিজেদের আগ্রহ তুলে ধরে।
দিনব্যাপী এ আয়োজন ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
0Share