হাসিবুর রশীদ, লক্ষ্মীপুর | এইচএসসি পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে লক্ষ্মীপুর কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটি থেকে ৪১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৪০৪ জন। এতে ৯৮ দশমিক ০৬ শতাংশ পাসের হার নিয়ে জেলায় শীর্ষস্থান দখল করেছে কলেজটি।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে ফলাফল ঘোষণার পর থেকেই কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। শিক্ষক-শিক্ষার্থী একে অপরকে অভিনন্দন জানান এবং মিষ্টিমুখ করেন।
জানা যায়, এবছর কাজী ফারুকী কলেজ থেকে ৫৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ এবং ২৪০ জন ‘এ’ গ্রেড অর্জন করেছে।
অধ্যক্ষ মো. নুরুল আমিন বলেন, প্রতি বছরের মতো এবারও কাজী ফারুকী কলেজ তার সাফল্যের ধারা বজায় রেখেছে। সারাদেশে ফলাফল নিম্নমুখী হলেও আমাদের শিক্ষার্থীদের এ অর্জন সত্যিই গর্বের। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের একনিষ্ঠ পরিশ্রমের ফল এটি।
তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজ ভবিষ্যতেও শিক্ষা মানোন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে।
48Share