আনোয়ার হোসেন : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যায়নরত নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী জেলার শিক্ষার্থীদের সংগঠন ”বৃহত্তর নোয়াখালী ছাত্র কল্যাণ সমিতি” রাবির নতুন কমিটিতে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোঃ রাহাত হোসাইন কে সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী তামজীদ হোসেন হৃদয় কে নির্বাচিত করা হয়।
শুক্রবার (০৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সের সেমিনার কক্ষে নবীন শিক্ষার্থীদের বরণ , প্রবীণদের বিদায়ী সংবর্ধনা ও দায়িত্ব হস্তান্তরের মধ্য দিয়ে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সংগঠনের সভাপতি আশফাক মাহমুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাঈন উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. মোইজুর রহমান, রাজশাহী বিভাগীয় পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান সহ সমিতির উপদেষ্টা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন , শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করতে হবে। পাশাপাশি সবার মধ্যে যেন ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে সে ব্যাপারে একে অপরকে উৎসাহিত করুন।
উল্লেখ্য, ‘বৃহত্তর নোয়াখালী ছাত্র কল্যাণ সমিতি’ রাবি ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যায়নরত বৃহত্তর নোয়াখালীর শিক্ষার্থীদের কল্যাণে ও বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে সংগঠনটি।



552Share